করোনার থেকেও ক্ষতিকর নরেন্দ্র মোদির মস্তিষ্ক : শহিদ আফ্রিদি


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
করোনার থেকেও ক্ষতিকর নরেন্দ্র মোদির মস্তিষ্ক : শহিদ আফ্রিদি

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি একাধিকবার বিভিন্ন জনসভায় প্রকাশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালো’চনায় মুখর হয়েছেন। এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গিয়ে মোদিকে নিয়ে আবারও তীব্র সমালোচনা করলেন আ’ফ্রিদি।যা দুই দেশের রাজনৈতিক বিবাদ আরও বাড়াতে পারে।

সো’শ্যাল সাইটে প্রকাশিত একটি ভি’ডিওতে দেখা যাচ্ছে আফ্রিদি বলছেন, মোদির মস্তিষ্ক নাকি করোনার থেকেও ক্ষতিকারক! তিনি বলেন, ‘আমি আজ একটা সুন্দর গ্রামে এসেছি। আমি খুব আনন্দ পেয়েছি এখানে এসে। আমি আপনাদের এখানে আসব বলে অনে’কদিন থেকেই পরিক’ল্পনা করেছিলাম।

এক ভয়ঙ্কর মহামা’রিতে ছেয়ে গেছে। কিন্তু তার থেকেও বড় রো’গ লুকিয়ে রয়েছে মোদির মনে। সেটা করোনা ভাইরাসের চেয়েও ক্ষ’তিকারক। এদিকে সাবেক পাক অধিনায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসে ওঠেন গা’ম্ভীর। ভারতীয় দলের সাবেক

তারকা তথা বিজেপি সাংসদ গৌতম গাম্ভীরও আফ্রিদিকে পালটা দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল বাজোয়াকে জোকার বলে তোপ দাগলেন গাম্ভীর। গাম্ভীর বলেন, একজন ১৬ বছর বয়সি মানুষ আফ্রিদি বলছে, পাকিস্তানের ৭ লক্ষ সেনাকর্মী আছে, ২০ কোটি মানুষ আছে।

অথচ ৭০ বছর ধরে ওরা কাশ্মীরের জন্য ভিক্ষা চেয়েই চলেছে। আফ্রিদি, ইমরান খান, বাজোয়ার মতো জোকার পাকিস্তানের মানুষকে বোকা বানাতে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে যা খুশিবিষ ছড়াতে পারে।

কিন্তু ওরা কোনওদিন কাশ্মীর পাবে না। এর আগে মার্কিন প্রেসিডে’ন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর চলাকালীন দুই দেশের ক্রিকে’টীয় সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন আফ্রিদি। সেখানেও তিনি দোষারোপ করেন সেই নরেন্দ্র মোদিকে। কোনোরকম রাখঢাক না করেই তিনি বলেন, যতদিন মোদি ক্ষম’তায় আছেন, ততদিন ভারত পাকিস্তান সম্পর্কের কোনো উন্নতি সম্ভব হবে না।

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি একাধিকবার বিভিন্ন জনসভায় প্রকাশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালো’চনায় মুখর হয়েছেন। এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গিয়ে মোদিকে নিয়ে আবারও তীব্র সমালোচনা করলেন আ’ফ্রিদি।যা দুই দেশের রাজনৈতিক বিবাদ আরও বাড়াতে পারে।

সো’শ্যাল সাইটে প্রকাশিত একটি ভি’ডিওতে দেখা যাচ্ছে আফ্রিদি বলছেন, মোদির মস্তিষ্ক নাকি করোনার থেকেও ক্ষতিকারক! তিনি বলেন, ‘আমি আজ একটা সুন্দর গ্রামে এসেছি। আমি খুব আনন্দ পেয়েছি এখানে এসে। আমি আপনাদের এখানে আসব বলে অনে’কদিন থেকেই পরিক’ল্পনা করেছিলাম।

এক ভয়ঙ্কর মহামা’রিতে ছেয়ে গেছে। কিন্তু তার থেকেও বড় রো’গ লুকিয়ে রয়েছে মোদির মনে। সেটা করোনা ভাইরাসের চেয়েও ক্ষ’তিকারক। এদিকে সাবেক পাক অধিনায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসে ওঠেন গা’ম্ভীর। ভারতীয় দলের সাবেক

তারকা তথা বিজেপি সাংসদ গৌতম গাম্ভীরও আফ্রিদিকে পালটা দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল বাজোয়াকে জোকার বলে তোপ দাগলেন গাম্ভীর। গাম্ভীর বলেন, একজন ১৬ বছর বয়সি মানুষ আফ্রিদি বলছে, পাকিস্তানের ৭ লক্ষ সেনাকর্মী আছে, ২০ কোটি মানুষ আছে।

অথচ ৭০ বছর ধরে ওরা কাশ্মীরের জন্য ভিক্ষা চেয়েই চলেছে। আফ্রিদি, ইমরান খান, বাজোয়ার মতো জোকার পাকিস্তানের মানুষকে বোকা বানাতে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে যা খুশিবিষ ছড়াতে পারে।

কিন্তু ওরা কোনওদিন কাশ্মীর পাবে না। এর আগে মার্কিন প্রেসিডে’ন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর চলাকালীন দুই দেশের ক্রিকে’টীয় সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন আফ্রিদি। সেখানেও তিনি দোষারোপ করেন সেই নরেন্দ্র মোদিকে। কোনোরকম রাখঢাক না করেই তিনি বলেন, যতদিন মোদি ক্ষমতায় আছেন, ততদিন ভারত পাকিস্তান সম্পর্কের কোনো উন্নতি সম্ভব হবে না।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: