সিলভার ওয়াটার জেলের নারী অফিসার ছুরিকাহত


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৬:১১ অপরাহ্ন
সিলভার ওয়াটার জেলের নারী অফিসার ছুরিকাহত

মুনা মুস্তাফা: সিলভার ওয়াটার জেলের একজন নারী প্রিজন অফিসার জেলের ভেতরে আহত হয়েছে। মূলত তাকে ছুরিকাঘাত করা হয়েছে।

আজ সোমবার সকাল সাতটার দিকে ঐ নারী প্রীজন অফিসার পেছন থেকে ছুরিকাঘাত প্রাপ্ত হন। জেলের ভেতর কর্মরত একজন ফুন করলে এ্যাম্বুলেন্স তাৎক্ষণিক চলে আসে। তাকে সাথে সাথে ওয়েষ্টমিড হসপিটালে নেয়া হয়। তার সার্জারীর জন্য সাথে সাথেই প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

2021-05-04 18:11:23
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: