ফেসবুকের নতুন নিয়ম সমুহ :


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
ফেসবুকের নতুন নিয়ম সমুহ :

আগামী ১লা অক্টোবর ২০২০ থেকে আসছে ফেসবুকের নিয়মে আমুল পরিবর্তন। যেকোন সময় ডিসাবল হতে পারে আইডি কিংবা অটো ডিলিট হতে পারে পোষ্ট।

গত কয়েক দিনেই আমি দেখেছি অনেকের আইডি হয়ে গেছে ডিসানল কিংবা অনেকের ই পোষ্ট হচ্ছে অটো ডিলিট।

আসুন জেনে নিই কি কি পরিবর্তন আনছে ফেসবুক-

Classic Mode
ইদানিং আমরা ফেসবুকের অনেক নতুন আপডেট দেখতে পাচ্ছি। একটু বড়সড়ো আপডেট হলো ফেসবুক ক্লাসিক মোড, যা এখন আর নাই।

ফ্রেন্ড রিকোয়েস্টের নটিফিকেশন
ফেসবুকে ফ্এরেন্মড রিকুয়েষ্নট একসেপ্ট না করলে একতা নোটিফিকেশন শো করছে যা আগে ছিলো না। এমন ছোট বড় আপডেট পাচ্ছিলাম কিন্তু ১ অক্টোবর থেকে ফেসবুকের রুলস পুরো চেন্ঞ্জ হয়ে যাবে।

আইডি তে ব্যাবহার করতে হবে সঠিক নাম। আপনাদের ফেসবুক আইডির নামের সাথে অনেকে Dr, Engr, etc এটাচ করে দেন সেগুলো কেটে দিন!! কারন এমন হলে আপনার আইডিতে রেসট্রিকশন দিবে আর পরবর্তী তে ব্যান করে দিবে কতৃপক্ষ।

একই নামে একাধিক আইডি খুলতে পারবেন না সেইম ডাটা দিয়ে।

জি হা আর কোনো ডুপলিকেট আইডি খুলতে পারবেন না কারন প্রথম এ্যাকাউন্টে নিজের নাম আর ছবি মাস্ট দিতে হবে সো পরে যদি আইডি খুলেন তখন ও তো ছবি দিতে হবে তখন সাথে সাথে আপনাকে আইডেনটিফাাই করে ফেলবে ফলে নতুন একাউন্ট খোলার চেস্টা করলেও খুলতে পাবেন না।
আর যদি খুলেও থাকেন তাহলে ডিসাবল হতে পারে প্রথম আইডি। সব ফেইক নামের একাউন্ট ব্যান হয়ে যাবে।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: