তদন্তে বেরিয়ে আসছে পাপুলের অবৈধ পাহাড় পরিমাণ সম্পদের তথ্য


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
তদন্তে বেরিয়ে আসছে পাপুলের অবৈধ পাহাড় পরিমাণ সম্পদের তথ্য

পাপুলের অবৈধ সম্পদের উৎস খুঁজতে গিয়ে বের হয়ে আসছে একের পর এক খাজানা। রাজধানীর কূটনৈতিক পাড়ায় তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামের নামে কেনা বাড়িটিতে থাকে দুই গৃহকর্মী।

ঢাকায় আরও ফ্ল্যাট আর বাড়ির খোঁজ মিলেছে। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বিদেশে অর্থ ও মানবপাচারের অভিযোগ তদন্তে মাঠে দুদক ও সিআইডি।

রাজধানীর কুটনৈতিক পাড়ায় বিলাসবহুল বাড়িটিতে থাকেন দুজন কাজের মেয়ে। কেনা স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামের নামে। একইভাবে গুলশান-১ এর এই বাড়িটিতেও রয়েছে স্ত্রী ও মেয়ের নামে ৩ হাজার স্কয়ার ফিটের দুটি ফ্ল্যাট। রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় ৬ তলা বাড়ি।

এছাড়া ৫০ কোটি টাকার শেয়ার কিনে হয়েছেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক। স্ত্রীর নামে রয়েছে ৩০ কোটি টাকার শেয়ার। এই ব্যাংকে স্থায়ী আমানতের মধ্যে পাপুলের নামে ৪০ কোটি টাকা, মেয়ের নামে ১০ কোটি টাকা ও স্ত্রীর নামে রয়েছে ২০ কোটি টাকা। অন্যদিকে সোনালী ব্যাংকে স্ত্রীর নামে ৫০ কোটি টাকার ওয়েজ আর্নার্স বন্ড ও মেয়ের নামে রয়েছে ২০ কোটি টাকার বন্ড।

৫০ কোটি টাকার শেয়ার কিনে পাপুল হয়েছেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক। এই ব্যাংকের মাধ্যমে বিদেশে ব্যবসার আড়ালে ১ হাজার ৪০০ কোটি টাকা অবৈধভাবে বিভিন্ন দেশে পাচার করেছেন এবং ২০১৬ সালে বাংলাদেশ থেকে ২৮০ কোটি টাকা হুন্ডি ও বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাবের মাধ্যমে পাচার করেছেন বলে অভিযোগ তদন্ত করছে দুদক।

পরিচালক হয়েও বেআইনীভাবে ইউসিবিএল ব্যাংক থেকে ১ হাজার ২শ কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি ইস্যু করে সুবিধাভোগ করেন তিনি। এমন সব অঢেল সম্পদের তথ্য এখন দুদকে। তার অবর্তমানেই চলবে পুরো তদন্ত প্রক্রিয়া।

অন্যদিকে মার্কেন্টাইল ব্যাংকের মতিঝিল শাখা থেকে ১৩২ কোটি টাকা পাচার করেছেন পাপুল। এর মধ্যে প্রাইম ব্যাংকের এক কর্মকর্তার হিসাব থেকে ৪০ কোটি টাকা, ইউসিবিএল এর মাধ্যমে ১০ কোটি টাকা ও প্রাইম ব্যাংকে ঋন সৃষ্টি করে ১০ কোটি টাকা পাচার করেন।

১৭ জুন মানব পাচারের অভিযোগে কুয়েত পুলিশের হাতে গ্রেফতার এই সংসদ সদস্যের কুয়েতের ৫০ লাখ কুয়েতি দিনারের হিসাবগুলো জব্দ করেছে কুয়েত। বাংলাদেশি অর্থমূল্য ১৩৮ কোটি টাকা। কুয়েতের মতো দেশেও মানবপাচারের অভিযোগ তদন্ত করে এবার পাপুলের সিন্ডিকেটের লাগাম টানতে চায় সিআইডি।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: