আরাভ ওরফে রবিউল বাংলাদেশের নাগরিক। আরাভ খান ২০১৮ সালে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান খুনের আসামী। পুলিশের সহায়তা জেল থেকে পালিয়ে ভারতের জাল পাসপোর্ট করে দুবাইতে বড় ব্যবসায়ী হিসাবে আবির্ভাব হয়েছেন এবং মাত্র ৪ বছরেই বিশাল টাকার মালিক হয়েছেন, সবই কালো মানিকদের পাচারের টাকা। আরাভের বাবাদের নাম বাহির হইবার উপক্রমের সময় নায়িকা মাহিয়া মাহীর গ্রেফতার লইয়া আইনশৃঙ্খলা বাহিনী ও মিডিয়া ব্যস্ত হইয়া পড়িল, কালকে হয়তো পাতানো ডায়েরি হইতে আরেকটি ইসু আসবে, এতে কি আরাভের বাবাদের নাম ঢাকা পরবে? হয়তো ঢেকে যাবে।
আরাভের (রবিউল) ব্যবসার নতুন শোরুমের সফলতা কামনা করতে দুবাই গিয়েছিলেন হিরু আলম, সাকিব খান, সাদাত হোসেন, চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, গায়ক নোবেল, রুবেল খন্দকার, বেলাল খান, দীঘি, জাহেদ পারভেজ পাভেল, নোবেল। এইসব স্টারেরা হলো পিপড়ের মতো, যেখানে চিনির গন্ধ পাবে সেখানেই ছুটে যাবে। আরেকটু ভেতরে প্রবেশ করুন! বাংলাদেশের গোটা শাসন ব্যবস্থার দিকে তাকান, ব্যাংকের দিকে তাকান, শেয়ারবাজারের দিকে তাকান, মিডিয়ার দিকে তাকান, সংসদ সদস্যদের দিকে তাকান, এমন কী পত্রিকার পাতায় ক্ষমতাসীনদের বিরুদ্ধে রিপোর্ট প্রকাশের দিকে তাকান, কি হচ্ছে আর কি প্রকাশ করছে। আগামী দিন হয়তো পুলিশের ভয়ে আরাভকে নিয়ে কোন নিউজই হবে না, অতীতের ঘটনা তাই বলে।
একটি শহরে যখন ভুমিকম্প হয়, ভুমিকম্প তখন সেই শহরের মসজিদ-মন্দির-গীর্জা চিনে না, শুধু ধ্বংস করে দিয়ে যায়। ২০১৪ সালের ৫ই ফেব্রুয়ারীর নির্বাচনটা আমাদের দেশের ভিত্তিটা ধ্বংস করে দিয়ে গেছে। ২০১৮ সালের ৩০শে নির্বাচন সর্বশেষ ভিত্তিটা ভুমিকম্পের মতো ধ্বংস করে দিয়ে গেছে, সর্বগ্রাসি সেই ভুমিকম্পে শিক্ষা, ক্রিকেট, চলচ্চিত্র, সাহিত্য সবই ধ্বংস হয়ে গেছে। আমরা ধ্বংসের নিচে বসে বসে কাঠালের বার্গার সস দিয়ে খাচ্ছি আর খুব আরাম পাচ্ছি।
আরাভের টাকার উৎস বাংলাদেশের মাত্র একজন সাবেক পুলিশ কর্মকর্তার ঘুষের টাকা সবাই জানে, মিডিয়াও জানে। আরাভ খানের মতো শতশত খান আছে যারা আলাদিন চেরাগের মতো হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। কানাডার বেগম পাড়া, দুবাই, সিডনির সাহেব পাড়াতে আলিশান টাইপের বাড়ী এবং সেই দেশের কম্পানীগুলোতে বড় অংকের ইনভেস্টর হয়েছেন। এই টাকার কোন উৎস পাওয়া যাবে না কারণ নিশ্চিতভাবেই বলা যায় এটা কালো টাকা বা বেআইনি টাকা। এটা টাকার উৎস বের করার দায়িত্ব বাংলাদেশ নামক রাষ্ট্রটির। রাষ্ট্রকি কোনদিন সেটি করবে?
আরাভের এক অডিও রেকর্ডিংয়ে স্পষ্ট তথ্য বেরিয়ে এসেছে কিছু লুটপাট-পাচারকারীর উৎস এবং কারা কারা জড়িত। বাংলাদেশ নামক রাষ্ট্রটি কি চাইবে এই উৎস বের করতে? সরকার চাইলে সব সম্ভব কিন্তু এই সরকার কি সম্ভবের? প্রশ্ল করুন, উত্তর খুজুন। কেন বাংলাদেশ নামক রাষ্ট্রটি পারছে না? গত ৫০ বছরে আমরা কি এমন একটি রাষ্ট্র নির্মাণ করেছি?
কামরুল ইসলাম
প্রধান সম্পাদক
আপনার মতামত লিখুন :