স্নিগ্ধ সকাল


নিউজ ডেক্স প্রকাশের সময় : মে ২৪, ২০২২, ১১:২৮ অপরাহ্ন
স্নিগ্ধ সকাল

জেনে রাখো – আমার একটি সকাল আছে। অনেক অনেক সুন্দর সকাল। প্রশান্তির সকাল। অনেক কর্ম উদ্দীপনার সকাল। এই সকালে কেউ ফোনে ঘুম ভাঙ্গিয়ে বলতে পারে – সকল অনাচারের বিরুদ্ধেই কথা বলা উচিৎ আমাদের। আমি এখন পাবলিকলি কথা বলব। বলব রাষ্ট্র সংস্কারের কথা। দেশ চালানোর পদ্ধতি যদি কালো আইন তৈরির জায়গা উন্মুক্ত রাখে, কালো আইন বানাতে উৎসাহিত করে, যদি দেশ শাসনের পদ্ধতি ক্ষমতা কুক্ষিগত করে রেখে দিবার পথ দেখায়, যদি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কোন পথই খোলা না রাখে তবে সে দেশের নাম গণ-প্রজাতান্ত্রিক বাংলাদেশ হলেও মূলতই সেটি স্বৈরাচারী রাষ্ট্র।

এমন শেয়ারিং ক’জনের জীবনে থাকে!

একজন মানুষ তাকে শেয়ার করছে প্রাণ খুলে। আমারা সবখানে চলব আমরা সকল অন্যায়ের কথা মানুষের সামনে বলব শান্তিপূর্ণ উপায়ে – আমরা চুপ থাকব না।

“আমাদের সড়কিতে কেঁউতে আঁধার ফর্সা হয়ে যাক
আমাদের হৃদপিণ্ডের তাল দামামার মত
এসো বাইরে এসো আমার হাত ধর
হামরা হেরে যাব না, আমরা ভেসে যাবনা”

আদীল
ঢাকা

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: