টানা ৪ ম্যাচ হারলেও বিশ্ব দাবা অলিম্পিয়াডে নিজের সেরাটা খেলে যাচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান।
প্রথম রাউন্ডে হারিয়েছেন জার্মান গ্র্যান্ডমাস্টার লুইস অ্যাঞ্জেলসকে। চতুর্থ রাউন্ডে বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে ৪-২ গেম পয়েন্টে হারলেও ফাহাদের কাছে হার মানেন গ্র্যান্ডমাস্টার কুইবোকারভ তেমুর।
চতুর্থ রাউন্ডে জিতেছেন আরেক বাংলাদেশী গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। তিনি হারিয়েছেন অস্ট্রেলিয়ান গ্র্যান্ডমাস্টর ম্যাক্স ইলিংওয়ার্থকে।
এদিকে চতুর্থ রাউন্ডে জয়ের দেখা পাননি গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, শারমিন সুলতানা শিরিন ও ওয়ালিজা। তবে প্রতিপক্ষের রেটিং বিবেচনায় জিয়া, শিরিন, ওয়ালিজার জেতা উচিত ছিল। ম্যাচটি জিতলে বাংলাদেশ অবস্থান উপরে তুলতে পারতো।
2021-05-04 21:12:21
আপনার মতামত লিখুন :