মুনা মুস্তাফা: এখন অষ্ট্রেলিয়াবাসী তাদের ত্বকের নিচের মেলানোমা ড্যভালোপমেন্ট হচ্ছে কিনা তা মাএ একমিনিটেই নির্ধারণ করতে পারবে ক্যালকুলেটরের সাহায্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন ক্যালকুলেটর বলে দিবে অস্ট্রেলিয়াবাসীর ত্বকের ক্যানসার হবার সম্ভাবনা ।
মেলানোমা ইনসটিটিউট অষ্ট্রেলীয়ার গবেষকরা আশা করেন তাদের উদ্ভাবিত এই অনলাইন টুলটি মানুষের জীবন বাচাঁতে সহযোগীতা করবে। ত্বকের মেলোনোমা বৃদ্ধির ক্ষেএে অস্ট্রেলিয়া বিশ্বের আর সব দেশের মতো একই পর্যায়ে আছে যেখানে প্রত্যেক ৩০ মিনিটে একজনকে এই রোগে সনাক্ত করে এবং প্রত্যেক ৫ ঘন্টায় একজন ব্যক্তি মৃত্যুবরন করে।
প্রফেসর স্কলিয়র বলেন যে এই জন্যই এটির নির্ধারণ করা খুব জরুরি, প্রাথমিক পর্যায়ে নির্ধারণ করা গেলে ত্বকের ক্যানসার চিকিৎসা করি সহজতর হবে।
2021-01-30 06:29:31
আপনার মতামত লিখুন :