লস অ্যাঞ্জেলেসের দাবানল থেকে বেঁচে ফেরার অভিজ্ঞতা জানালেন নোরা


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
লস অ্যাঞ্জেলেসের দাবানল থেকে বেঁচে ফেরার অভিজ্ঞতা জানালেন নোরা

বিনোদন ডেস্ক : ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর। সেই দাবানলে পুড়ে ছাই হয়েছে বিখ্যাত হলিউড হিলসও। বৃহস্পতিবার দাবানলে অনেক হলিউড তারকার বাড়িই পুড়ে ছাই হয়ে যায়। আর ভয়াবহ দাবানলের সময়টাতে লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছিলেন বলিউডের আইটেম গার্ল খ্যাত নোরা ফাতেহি। ভয়াবহ সেই দাবানলেও অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নোরা।

ভারতে ফিরতে বিমানবন্দরে অবস্থান করলেও শঙ্কার কথাও জানিয়েছেন তিনি। নোরা বলেন, ‘আশা করছি, আমি বিমানে উঠে আজ ফিরতে পারব, ফ্লাইট বাতিল হবে না। এখানে পরিস্থিতি কতটা ভয়ংকর, বলে বোঝাতে পারব না। কী অবস্থায় রয়েছি, আপনাদের জানাতে থাকব। আশা করছি, প্রত্যেকে নিরাপদে থাকবেন।’

এর আগে গতকাল প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রাম পোস্টে লস অ্যাঞ্জেলেসের দাবানলের একটি মর্মান্তিক ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে তাকে চিৎকার করে বলতে শোনা গেছে, ‘এটি বিধ্বংসী।’ওই ভিডিওর ক্যাপশনে উদ্বেগ জানিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘সবাইকে নিয়ে আমার চিন্তা হচ্ছে। আমি আশা করব সবাই আজ রাতে নিরাপদ থাকতে সক্ষম হবে।’ সেই ক্যাপশনে প্রার্থনার ইমোজি দিয়ে সকলের কাছে প্রার্থনাও চেয়েছেন প্রিয়াঙ্কা।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: