যে কারণে চিন্ময়ের পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী


অনলাইন ডেক্স প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৪, ২:১০ অপরাহ্ন
যে কারণে চিন্ময়ের পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী

ডেস্ক নিউজ : বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি হয়নি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ধার্য তারিখে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে তার পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি। পাশাপাশি রাষ্ট্রপক্ষও মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন। সবমিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য ২ জানুয়ারি তারিখ ধার্য করেন।

চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এনামুল হক বলেন, আজ চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য ২০২৫ সালের ২ জানুয়ারি ধার্য করেছেন।

এদিকে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে জামিন শুনানিতে কোনো আইনজীবী না থাকা নিয়ে চট্টগ্রাম আদালত পাড়ায় নানমুখি গুঞ্জন শুরু হয়েছে।

অভিযোগ রয়েছে, আইনজীবী হত্যার দায় যেহেতু চিন্ময়ের উপর রয়েছে, তাই তাকে এক প্রকার বয়কট করছেন চট্টগ্রামের সকল আইনজীবী। এছাড়া বর্তমান পরিস্থিতিতে সারাদেশে ভারতবিরোধী আবেগ চূড়ার শিখরে। এমতাবস্থায় চিন্ময়ের উপর ভারতের গোয়েন্দা সংস্থা র’ এর এজেন্ট হওয়ার অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে বিব্রতকর পরিস্থিতি এড়াতে আইনজীবীরা চিন্ময়ের পক্ষে অবস্থান নিচ্ছেন না।

এছাড়া আরও অভিযোগ রয়েছে, চিন্ময়কে আইনীভাবে বেকায়দায় ফেলতে কোনো আইনজীবীকে তার পক্ষে লড়াই করতে গোপনে বাধা প্রদান করছে। তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগের তথ্য মেলেনি।

নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রামের এক সিনিয়র আইনজীবী জানান, চিন্ময়ের জামিন শুনানি মূলত রাষ্ট্রপক্ষের ইচ্ছাতেই পিছিয়েছে।
যেহেতু তার শুনানি হয়নি এ কারণে আসামিপক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই। আবার দায়রা জজ আদালতে অপেক্ষমাণ থাকার কারণে ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করার সুযোগ নেই। ফলে চিন্ময়কে আপাতত কারাগারেই থাকতে হবে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: