বিচ্ছেদের পথে চাহাল-ধনশ্রী জুটি?


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন
বিচ্ছেদের পথে চাহাল-ধনশ্রী জুটি?

স্পোর্টস ডেস্ক : ধনশ্রীর সঙ্গে নিজের সব ছবি মুখে ফেলার সঙ্গে সঙ্গে তাকে আনফলোও করেছেন চাহাল। তবে ধনশ্রী চাহালের সঙ্গে পোস্ট করা কোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেননি। তাতে অবশ্য বিচ্ছেদ গুঞ্জন ফিকে হচ্ছে না। তবে কী কারণে তাদের সম্পর্কে ফাটল ধরল, তা অবশ্য জানা যায়নি ৷

এদিকে চাহালের স্ত্রী ধনশ্রী বর্মা একজন ইউটিউবারের পাশাপাশি একজন কোরিয়োগ্রাফারও। চাহাল এবং ধনশ্রীর এক ঘনিষ্ঠ সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে বলেছে, ‘যা পরিস্থিতি তাতে বিচ্ছেদ অনিবার্য৷ দু’জনের পক্ষ থেকে ঘোষণা আসা এখন শুধু সময়ের অপেক্ষা ৷ দু’জনের বিচ্ছেদের কারণ স্পষ্ট না-হলেও চাহাল এবং ধনশ্রী আলাদা আলাদা পথ চলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ।’

যদিও বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছিল ২০২৩ সালে৷ যখন ধনশ্রী বর্মা ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ‘চাহাল’ পদবি মুছে ফেলেছিলেন। সেই সময় চাহালেরও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট বিচ্ছেদের গুঞ্জন তৈরি করেছিল। ২০২০ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতীয় ক্রিকেটার ও ডান্স কোরিয়োগ্রাফার ধনশ্রী বর্মা।  

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: