মুনা মুস্তাফাঃ নিউ সাউথ ওয়ালসে মাএ ৪টি নতুন করোনা পজিটিভ কেস ধরা পরেছ। এর মধ্যে বেশীর ভাগই কনকর্ড রিপ্রাইরেসন সেন্টার আর লিভারপুল হসপিটাল রয়েছে যেখানে পূর্ববতী করোনা পজিটিভ কেস এর সন্ধান পাওয়া গিয়েছিল।
নতুন পজিটিভ কেসের মধ্যে কনকর্ড হসপিটালে ১ জন ও লিভারপুল হসপিটালে ২ জন ইমারজেন্সীতে পজিটিভ রেজাল্ট পাওয়া গিয়েছে। এইসব কর্মীরা পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পরিধান করতো এবং তাদের করোনা ভাইরাস পজিটিভের কোন লক্ষণ ছিলোনা বলে তারা উল্লেখ করেন।চতুর্থ কেসটি হোটেল কোরেনটাইন এর রিটারনিং ট্রিভেলার বলে জানা যায়।
2021-05-04 18:19:19
আপনার মতামত লিখুন :