ডেস্ক নিউজ : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন, ‘এ সরকারের প্রথম সংস্কার হলো দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা।’
সোমবার দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার এ এম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহবুবুর রহমান শামীম বলেন, ‘সংস্কারের নামে দেশে নির্বাচনকে দীর্ঘায়িত করা হচ্ছে। চারদিকে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কারের কথা আরও দুই বছর আগেই বলেছেন।’
তিনি বলেন, ‘আন্দোলন হয়েছে দীর্ঘ ১৬ বছর ধরে। মামলা, হামলা, গুমের মধ্য দিয়ে বিএনপি মাঠ তৈরি করে দিয়েছে বলেছে ৫ আগস্ট হয়েছে। ক্ষমতায় থাকার জন্য এ সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে। সরকারের প্রথম সংস্কার হলো দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা।’
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক খোকন। জনসভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।
আপনার মতামত লিখুন :