এই সরকার সামরিক সরকারের চেয়েও খারাপ: ডা. জাফরুল্লাহ


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
এই সরকার সামরিক সরকারের চেয়েও খারাপ: ডা. জাফরুল্লাহ

আমাদের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। অথচ এই সরকার কারও কথা শুনতে রাজি নয়। এই সরকার সামরিক সরকার নয়, কিন্তু তার চেয়েও খারাপ। বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ (বুধবার) রাজধানীর ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালে প্লাজমা সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপির সংরক্ষিত আসনের সাংসদ সদ্য করোনামুক্ত ব্যারিস্টার রুমিন ফারহানা প্লাজমা দিতে আসলে উক্ত সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।

এ সময় ডা. জাফরুলাহ চৌধুরী বলেন, তারা (সরকার) নিজেদের যা ইচ্ছা, তাই করছে। আমি মার্চ মাসে বলেছি, করোনার জন্য ভ্যান্টিলেটরের চেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন। অক্সিজেনের পর্যাপ্ত সাপ্লাই আছে কিনা দেখেন। আমরা দেখেছি, করোনা রোগীরা অক্সিজেনের জন্য মূলত হাসপাতালে ভর্তি হয়।

তিনি বলেন, ‘অনেকগুলো সেন্টার (হাসপাতাল/ক্লিনিক) অক্সিজেনের এত বেশি দাম নিচ্ছে, যা একদম প্রতারণা। ১ হাজার লিটার অক্সিজেনের জন্য আসলে খরচ হবে মাত্র ৭০ টাকা। অথচ অক্সিজেনের জন্য লাখ টাকার বিলও দেখেছিলাম। এজন্য সরকারের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হলো এসবের মূল্য স্থির করে দিতে হবে। তা না হলে জনগণকে প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা করা যাবে না।’

প্রবীণ এই চিকিৎসক আরও বলেন, অক্সিজেন বাতাস থেকে হয়। অক্সিজেন গঠন করার জন্য এটাকে ধরে নিয়ে একটু পিউরিফাই (বিশুদ্ধ) করে নিয়ে তারপরে ব্যবহার করা হয়। এটাতো তো ফ্রি হওয়া উচিত। এটার মূল্য স্থির না করে দিলে প্রতারণা থেকে রেহাই পাওয়া যাবে না।

2021-01-30 06:29:31
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: