আর্জেন্টিনার কাছে ৬ গোল খাওয়া সেই ব্রাজিলই এখন সবার ওপরে


অনলাইন ডেক্স প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
আর্জেন্টিনার কাছে ৬ গোল খাওয়া সেই ব্রাজিলই এখন সবার ওপরে

স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টটা আর্জেন্টিনা শুরু করেছিল ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে। তবে সময় যত গড়িয়েছে, আর্জেন্টিনা যেন ততটাই ঝিমিয়ে পড়েছে। ওদিকে ব্রাজিল পাল্লা দিয়ে এগিয়েছে। এবার দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে সে আকাশি-সাদাদের পেছনেই ফেলে দিয়েছে সেলেসাও যুবারা।

সর্বশেষ ব্রাজিল আজ ৩-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে, তাতেই কাজটা সেরে ফেলেছে তারা। দিনের অন্য ম্যাচে আর্জেন্টিনা শেষ সময়ের গোলে জিতেছে। তবে ব্রাজিলের কাছ থেকে শীর্ষস্থানটা ফেরত পায়নি দলটি। নিজ নিজ ম্যাচ জেতার মধ্য দিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে যুবাদের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে চিলিতে।

তিন ম্যাচ শেষে চূড়ান্ত পর্বে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট ৯। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে বর্তমানে শীর্ষে আছে ব্রাজিলই। এই প্রতিযোগিতার শুরুতে শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছিল কলম্বিয়াকে। কিন্তু চূড়ান্ত পর্বে এসে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলের কাছেই হেরেছে তারা।

সব মিলিয়ে শিরোপা লড়াইটা এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যেই সীমিত হয়ে পড়েছে। আগামী শুক্রবার সকালে চূড়ান্ত পর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। সেই ম্যাচ দিয়েই হয়তো মীমাংসা হবে শিরোপার। প্যারাগুয়ের বিপক্ষে আজে আক্রমণ, বল দখল এবং সুযোগ তৈরিতে পিছিয়ে ছিল ব্রাজিল। কিন্তু যে কটি সুযোগ তারা তৈরি করেছে সেগুলোকে কাজে লাগানোয় প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল তারা।

এদিন ম্যাচের ১৫ মিনিটে গুস্তাভো প্রাদোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। ২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রায়ান। ২৫ মিনিটে অবশ্য এক গোল শোধ করে প্যারাগুয়ে। তবে ৭৮ মিনিটে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন আলিসন সান্তানা। অন্য ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল কলম্বিয়া। তারা পেয়েছিল দারুণ কিছু সুযোগও। কিন্তু সেই সব সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। অন্য দিকে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর ঠিকই কাঙ্ক্ষিত গোলটি আদায় করে নেয় আর্জেন্টিনা। ম্যাচের ৮৬ মিনিটে একমাত্র গোলটি করেন ইয়ান সুবিয়াব্রে। এই গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের ভাগ্য।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: