স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে হারের বৃত্তেই ঘুরপাক খেয়েছে চেলসি। নতুন মৌসুমে ঘুরে দাড়িয়েছে ব্লুজ। আন্তর্জাতিক বিরতির পর নতুন রূপে এনজো মারেস্কার শিষ্যরা। শনিবার (২৩ নভেম্বর) কিং পাওয়ার স্টেডিয়ামে স্বাগতিক লেস্টার সিটিকে ২-১ গোলে হারায় চেলসি। নিকোলাস জ্যাকসন এবং এনজো ফার্নান্দেজ ব্লুদের হয়ে গোল করেন। লেস্টার সিটির পক্ষে একমাত্র গোলটি জর্ডান আইয়ুর।
এদিকে আরেক খেলায় ঘরের মাঠে আর্সেনাল ৩-০ গোলে হারিয়েছে সফরকারী নটিংহ্যাম ফরেস্টকে। আর্সেনালের পক্ষে বুকায়ো সাকা, থমাস পার্টি এবং ইথান এনোয়ানেরি গোল করেন। এদিন কিং পাওয়ার স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য দেখায় চেলসি। যদিও গোলের সুযোগ তৈরি করে কাজে লাগাতে ব্যর্থ হয় সফরকারীরা। তবে ম্যাচের ১৫ মিনিটে আর ভুল করেনি চেলসি। এনজো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন নিকোলাস জ্যাকসন।
শুরুতে লিড নিয়ে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে ব্লু’রা। তবে একের পর এক আক্রমণ করেও সুযোগ কাজে লাগাতে পারছিল না সফরকারীরা। অবশেষে ৩২ মিনিটে জালের দেখা পায় চেলসি। তবে অফ সাইডে বাতিল হয় সে গোল। বিরতিতে যাওয়ার আগে লিড দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পায় সফরকারীরা। তবে ফিনিশিং দুর্বলতায় কাউন্টার অ্যাটাকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি মাদুইকে। ১-০ গোলে এগিয়ে থাকে বিরতিতে যায় এনজো মারেস্কার দল।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে চেলসি। ৫৪ মিনিটে গোলের ভালো সুযোগ আসে সফরকারীদের সামনে। তবে ভাগ্য সহায় হয়নি সে দফায়। ৭৫ মিনিটে ব্লুজদের ব্যবধান বাড়ান এনজো ফার্নান্দেজ। এ মৌসুমে আর্জেন্টাইন মিডফিল্ডারের এটিই প্রথম গোল। অন্তিম সময়ে ম্যাচ জমিয়ে তুলে লেস্টার সিটি। যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করে তারা। তবে বাকি সময় সমতায় ফেরার চেষ্টা করলেও রক্ষণ ভাঙতে পারেননি এনজো মারেসকার দলের। এ জয়ে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে চেলসি।
টানা চার ম্যাচে পয়েন্ট হারানোর পর দারুণ জয় পেয়েছে আর্সেনাল। ছবি: আর্সেনাল
এদিকে প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে আর্সেনাল। দাপুটে পারফরম্যান্সে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়েছে তারা। ম্যাচের শুরুতেই গোল পায় গানাররা। তবে অফসাইডে বাতিল হয় সে গোল। তবে ১৫ মিনিটে আর আটকে রাখা যায়নি তাদের। দলকে লিড এনে দেন বুকায়ো সাকা।
এরপর বেশ কিছু ভালো আক্রমণ করলেও ফরেস্টের গোলরক্ষকের নৈপুণ্যে স্কোরের পরিবর্তন আসেনি। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্সেনাল। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে পার্টির শট থেকে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ৮৬ মিনিটে ব্যবধান আরও বাড়ান মিডফিল্ডার ইথান। এ গোলেই জয় নিশ্চিত হয় মিকেল আর্তেতার দলের। ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল।
আপনার মতামত লিখুন :