আমাদের এখনো বার্সেলোনায় ফেরার চিন্তা আছে: মেসি


অনলাইন ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৪, ২:২৪ অপরাহ্ন
আমাদের এখনো বার্সেলোনায় ফেরার চিন্তা আছে: মেসি

স্পোর্টস ডেস্ক : সপ্তাহ খানেক পরেই ১২৫তম বর্ষপূর্তি উৎসব বার্সেলোনার। ক্লাবের বিশেষ এ সময়ের আগে এক সাক্ষাৎকারে কাতালুনিয়ার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন মেসি। মাত্র ১৭ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও ছেড়ে বার্সেলোনায় পাড়ি দেন মেসি। এরপর সেখানে কাটিয়েছেন ২০ বছরের বেশি সময়। কাতালান ক্লাবটির হয়ে ৭৭৮টির বেশি ম্যাচ খেলে ৬৭২টির  বেশি গোল করেছেন তিনি। একজন কিশোর থেকে ফুটবল জগতের নক্ষত্র হয়েছেন এ ক্লাবের হাত ধরেই।

ইচ্ছের বিরুদ্ধে ২০২১ সালে বার্সেলোনা ছাড়তে হয় মেসিকে। যোগ দেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে। সে ক্লাব ছেড়ে বর্তমানে তিনি আছেন ইন্টার মায়ামিতে। তবে এখানে তার মন পড়ে আছে সে বার্সেলোনায়। ৩৭ বছর পেরোনো আর্জেন্টাইন হয়তো আর কখনো খেলোয়াড় হিসেবে বার্সেলোনায় ফিরবেন না, কিন্তু দুই দশক কাটানো শহরের মায়াও যে তিনি এখনো ছাড়তে পারছেন না। মায়ামি অধ্যায় শেষ করে পরিবার নিয়ে তাই আবার বার্সায় ফেরার চিন্তা করছেন তিনি।

কাতালান গণমাধ্যম টিভি৩-কে এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমাদের এখনো বার্সেলোনায় ফিরে বসবাসের চিন্তা আছে। আমার সন্তান, স্ত্রী এবং আমি বার্সেলোনাকে অনেক মিস করি। সেখানে আমাদের বন্ধু আছে এবং সেখানে অনেক কিছু ফেলে রেখে এসেছি।’৩৭ বছর জীবনের বেশিরভাগ সময় বার্সায় অতিবাহিত করেছেন মেসি। তার সন্তানদেরও জন্ম এবং শৈশবের শুরু সেখানে। নিজের সন্তানদের তাই তিনি কাতালান-ই মনে করেন। আর বার্সাকে মনে করেন নিজের বাড়ি।

মেসি বলেন, ‘আমার সন্তানরা কাতালান। আমি আমার জীবনের বেশিরভাগ সময় সেখানে থেকেছি। নিজেকে আমার বার্সেলোনার-ই একজন মনে হয়। আপনি কখনো জানবেন না, জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে। কিন্তু বার্সেলোনায় থাকায় অভিপ্রায়, কারণ এটা আমাদের বাড়ি।’এমএলএসের প্লে অফ থেকে ছিটকে যাওয়ায়, নতুন মৌসুমের আগে ইন্টার মায়ামির হয়ে আর মাঠে নামা হচ্ছে না মেসির। মার্চের আগে তাকে দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতেও। আপাতত পরিবার নিয়ে কয়েক মাসের ছুটি কাটাবেন আর্জেন্টাইন তারকা।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: