অসহায় জীবন কাটাচ্ছে করোনায় দেশে ফেরা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
অসহায় জীবন কাটাচ্ছে করোনায় দেশে ফেরা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা

করোনার কারণে দেশে ফিরে আসা প্রবাসী কর্মীরা এখন অসহায় জীবন কাটাচ্ছেন। পাচ্ছেন না কোন সহায়তা কিংবা কর্মসংস্থানের সুযোগ, সেই সাথে নিজের চাকরি ক্ষেত্রে কবে ফিরতে পারবেন তা নিয়ে রয়েছে শঙ্কা।

বিশেষজ্ঞরা বলছেন, অদক্ষ কর্মীদের প্রশিক্ষণ, প্রণোদনাসহ সমন্বিত পরিকল্পনা করা না গেলে বিপাকে পড়তে পারে সমাজব্যবস্থা ও অর্থনীতি।

চলতি বছরের ফেব্রুয়ারী মাস থেকে করোনা ভাইরাসে কারণে দেশে ফিরতে শুরু করে প্রবাসীর। তারা তাদের জীবন নিয়ে সংখ্যায় আছেন। কবে তাদের গন্তব্যে যেতে পারবেন তা বুঝতে পারছেন না।

দেশে এসে বেকার জীবন যাপন করছেন তারা। এখন তাদের চিন্তা কখন তারা কর্ম স্থানে গিয়ে যোগ দিবেন। কারণ তারা আর্থিক সংকটে ভুগছেন। দেশে যে কিছু করবে সে ব্যবস্থা ও নেই।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: