আজ থেকে ১৮ বছর আগে বিএনপি-জামায়াত সরকারের আমলে সন্ত্রাসবিরোধী অভিযান ২০০২ সালের ১৬ই অক্টোবর থেকে ২০০৩ সালের ৯ই জানুয়ারি পর্যন্ত অপারেশন ক্লিনহার্টের নামে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে সারাদেরশে মোট ৫৭ জন নিহত হয়েছিল৷ নির্যাতনের শিকার হয়েছিল কয়েক হাজার মানুষ৷ পরবর্তীতে এক রায়ে হাইকোর্ট জানিয়েছিল, ক্ষতিগ্রস্তরা চাইলে এখন মামলা করতে পারবেন৷
#র্যাপিড_অ্যাকশন_ব্যাটলিয়ন; ( RAB) বাংলাদেশের আভ্যন্তরিন সন্ত্রাস দমনের উদ্দেশ্যে গঠিত চৌকস বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হয় এবং একই বছরের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে ।
#ডিজিটাল_নিরাপত্তা_আইন;
ফেঁসে যাবে আওয়ামীলীগ ফেঁসে যাবে ক্ষমতাসীনেরা! অনেক মুল্য দিতে হবে একদিন, ইতিহাস তাই বলে।
#রাজনৈতিক_দৃষ্টিভঙ্গির_বাস্তবতা: মানুষের আজ বাধ্য করা হচ্ছে তাদের সকল অপকর্মের স্বীকৃতি নিয়ে নিজেদের অনুগত করা, সকল অন্যায় অনাচারের বিরূদ্ধে মুখে কুলুপ এঁটে রাখা! তবেই সুযোগ রয়েছে তাদের মত নেতা বন’বার, তাদের প্লাটফর্মে দাঁড়িয়ে মিথ্যা কে সত্য স্লোগানে মুখোরীত করে তোলা! সত্য আর বিবেক থেকে নির্গত হয় না, চোখে দেখা আর মনন মস্তিস্কের উপলব্ধি উপেক্ষা করে
জননেত্রী আর দেশনেত্রীদের নির্দেশনায় সত্য নির্গত হয় এই দেশে! তাদের চাপিয়ে দেয়া প্রহসন বা মিথ্যাকে স্টাবলিস্ট করতে বানিয়ে নেবে একজন লেজকাটা অনুগত চাটুকার, তবেই হবেন চেতনাধারী আওয়ামীলীগার অথবা জাতীয়তাবাদের ফেরীওয়ালা!
প্রতিহিংসার প্র্যাকটিসিং ছাড়ুন, মানুষ কয়দিন বাঁচে! দেশ ও দেশের মানুষদের ভালবাসুন! আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা ও ৩০ লক্ষ মানুষের আত্বদান অর্থবহ করে তুলুন !
2021-05-02 17:39:21
আপনার মতামত লিখুন :