চিলমারীর ২০+ বয়সী ২০ জন তরুণ ২০ সপ্তাহ ২০টি বই নিয়ে আলোচনা করবে, আলোচনা করা শিখবে! কল্পনা করতেই শিহরিত হচ্ছি। তারা আসলে জীবনের একটা দারুন উত্তেজনাকর অধ্যায় অতিক্রম করবে এই ২০ সপ্তাহ। এবং ২০ সপ্তাহ শেষে তারা ১৯ জন পাবে ৫ হাজার টাকা ও সেরা পাঠক পাবে ৫০ হাজার টাকা পুরষ্কার। সঙ্গে পাবেন দেশের গুরুত্বপূর্ণ চিন্তকদের সাহচর্য।
বাকি উপজেলাগুলোতে এই বইগুলো নিয়ে যাওয়া হবে ধারাবাহিকভাবে। তাহলে ভেবে দেখুন, আপনি কত বড় ভূমিকা রাখছেন সমাজের জন্য। অন্যরা সমাজকে নষ্ট-ভ্রষ্ট গালি দিয়েই শেষ, সেখানে আপনি ভূমিকা রাখছেন।
বইগুলোর তালিকা ও দাতাদের নামঃ
১. সেপিয়েন্স, ইয়ুভাল নোয়াহা হারারি
২. বাংলার নিজস্ব সেচব্যবস্থা, উইলিয়াম উইলকক্স, (সংগৃহীত, ডাকঘর )
৩. বরিশালের যোগেন মণ্ডল, দেবেশ রায় (সংগৃহীত সম্পাদক নুরুল কবীর) Dhrubo Sadiq
৪. যদ্যপি আমার গুরু, আহমদ ছফা। Md Mohibul Islam Khan মুহিবুল ইসলাম খান, পুলিশ সুপার পাবনা।)
৫. ইমান ও নিশান, গৌতম ভদ্র (সংগৃহীত Debottom Chakrabarty
৬. আমার জীবন ও বিভাগপূর্ব বাংলাদেশের রাজনীতি, আবুল হাশিম (সংগৃহীত, Sakir Mati
৭. সংবিধান পর্যালোচনা।
৮. জানালার ধারে তত্তচান.(সংগৃহীত, ডাকঘর)
৯. সাম্রাজ্যের মন ও মান, বার্নাড এস কোহন, ডাকঘর।
১০. বাংলার ভাবান্দোলন, ফরহাদ মজহার (সংগৃহীত লেখক)
১১. খোয়াবনামা, আখতারুজ্জামান ইলিয়াস (সংগৃহীত Syed Mohammad Minhaj)
১২. চিলেকোঠার সেপাই, আখতারুজ্জামান ইলিয়াস।
১৩. নারী-পুরুষ বৈষম্য : একটি জীবতাত্ত্বিক ব্যাখ্যা, মনিরুল ইসলাম (সংগৃহীত, লেখক কর্তৃক)
১৪, মুক্তিযুদ্ধের পূর্বাপর, প্রথমা (সংগৃহীত Anisul Hoque)
১৫. আমার দেখা রাজনীতির ৫০ বছর আবুল মনসুর আহমদ। (সংগৃহীত Anisul Hoque)
১৬. রাষ্ট্র প্রসঙ্গে, ভ. ই. লেনিন ।
১৭. জাসদের উত্থান পতন, মহীউদ্দীন আহমেদ। (সংগ্রহ, অর্ধেক, Enamul Haque স্যার অধ্যাপক,দিনাজপুর সক।)
১৮. মানবাধিকার, আসিফ নজরুল। (সংগৃহীত, Asif Nazrul
১৯. অসমাপ্ত আত্মজীবনী, শেখ মুজিবুর রহমান। (সংগৃহীত, Md Zaber Hossain Likhon
২০. স্বাধীন দেশে উপনিবেশিক বিচারব্যবস্থা, রাহমান চৌধুরী, সংহতি।(সংগৃহীত Sadiq Alam)
২.
যাঁরা বইগুলো দিতে চেয়েছেন, তাঁরা বইগুলো দিলে বলা যায়, মোটামুটি জোগাড় হয়েছে।
এই পাঠচক্র চলাকালীন এদের দিয়ে চিলমারীর বর্তমানে যত ডাটা আছে, তা জরীপের মাধ্যমে সংগ্রহ করা হবে। এরা শুধু সেরা পাঠকই হবে না, হয়ে উঠবে গবেষকও। তথ্যগুলো নিয়ে একটি বই প্রকাশ করা হবে। জেমস ওয়াইজের ‘পূর্ববঙ্গের বিভিন্ন জাতি, বর্ণ, ও পেশার বিবরণ’ বইটার কথা যাঁরা জানেন, তাঁরা এই প্রকাশিতব্য বইয়ের গুরুত্ব বুঝবেন।
যেমনঃ
১. এনজিওদের গত ২০ বছরের কাজের ফলাফল।
২. নতুন নতুন কত ধরনের পেশা এবং কোন পেশায় কত জন নিযুক্ত। তাদের আর্থসামাজিক অবস্থা, পরিবারে শিক্ষিতের হার।
৩. কত ধরনের ফসল, কত ধরনের ধান-মাছ-সরীসৃপ পাওয়া যায়। কোনগুলো বিলুপ্ত হওয়ার পথে।
৪. সাহিত্য-সংস্কৃতির হাল।
৫. নদ-নদী-পুকুরের সংখ্যা।
৬. কতজন বাইরে থেকে চিলমারীতে বাস করতে এসেছে, কতজন মাইগ্রেট করেছে। তাদের তালিকা ও পেশার ধরন।
৭. কত শতাংশ মানুষ বাইরে কাজ করতে যায়। কত শতাংশ সপরিবারে বাইরে থাকে? সড়ক দুর্ঘটনায় কত জন মারা গেছে।
৮. পড়াশুনার পরিস্থিতিঃ বিশ্ববিদ্যালয়, কলেজে যারা পড়ছে, তার সংখ্যা ও পরিবারের আর্থিক অবস্থা?
৯. স্বাস্থ্যব্যবস্থার হাল
১০. গাঁয়ের জমির খবরঃ কার পরিবারে কত বিঘা জমি, কিষাণ নিয়ে কতজন জমি চাষে, কতজন নিজেই কৃষক ও চাষী, কতজন কৃষি প্রণোদনা পেয়েছে, কতজন জমি বিক্রি করেছে ও কিনেছে, কার ঘরে শিক্ষিত এমএ পাশ সন্তান, বাপ-মা ভরণ পোষণ করে কিনা? গাঁয়ে কতটি পরিবার?
১১.
.. .
২০.
আপনিও প্রস্তাব দিন। আর বিষয়ে কী কী তথ্য সংগ্রহ করা যায়।
দেড়লক্ষ টাকা কিভাবে সংগ্রহ করা যাবে? তবে জানি, সংগ্রহ হয়ে যাবে। মাত্র দেড় লক্ষ টাকার বিনিময়ে আমরা ২০ জন তরুণ গবেষক পেয়ে যাব, এরচেয়ে খুশির খবর আর কী হতে পারে?
নাহিদ হাসান
ঢাকা
আপনার মতামত লিখুন :