মোস্তাফা হাসান, মালয়েশিয়াঃ মালয়েশিয়া গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ জন তবে গত ২৪ ঘন্টায় কেউ মৃত্যুবরন করেনি। এখন পর্যন্ত মালয়েশিয়ায় সর্বমোট করোনাভাইরাস পজেটিভ ধরা পরেছে ৮,৮৮৪ জনের, এদের মধ্যে সুস্হ্য হয়ে বাড়ি ফিরেছেন ৮,৫৯৪ জন এবং এযাবৎ সর্বমোট মৃত্যুবরন করেছে ১২৩ জন তবে এর মধ্যে কোন বাংলাদেশী নাই।
মালয়েশিয়ার নাগরিক বিদেশ থেকে নিজ দেশে ফেরার কারনে গত তিন দিন যাবৎ করোনা পজেটিভ বেড়েছে। মালায়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রী জনাব দাতুশ্রী ইসমাইল সাবরী ইায়াকুব বলেছেন যদি এভাবে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা বাড়তে থাকে, আর যদি সংখ্যাটি তিন সংখ্যায় রুপ নেয় তাহলে MCO (Movement Control Orders) ইমপ্লিমেন্ট করা হবে।
2021-05-04 17:51:47
আপনার মতামত লিখুন :