বাজেটের পর বাংলাদেশে শুরু হলো নতুন আন্দোলন ‘ব্ল্যাক মানি ম্যাটার’


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
বাজেটের পর বাংলাদেশে শুরু হলো নতুন আন্দোলন ‘ব্ল্যাক মানি ম্যাটার’

আমেরিকান বর্ণবাদবিরোধী মুভমেন্ট ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা দেশে। নানান দেশ নানানভাবে এই আন্দোলনকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। সম্প্রতি ‘ব্ল্যাক মানি ম্যাটার’ নামে বাংলাদেশে শুরু হয়েছে নতুন একটি মুভমেন্ট। ২০২০-২১ অর্থবছরের বাজেটে কালো টাকাকে সাদা করার সুযোগ রাখার মাধ্যমে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় এই আন্দোলনে যেন একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে।

এই আন্দোলন আমেরিকান বর্ণবাদবিরোধী আন্দোলনের সমর্থনে কিনা জানতে চাইলে আন্দোলনের সাথে সম্পৃক্ত একজন বলেন, ‘আমেরিকায়ও কালো-সাদা নিয়া ঝামেলা আছে? যাক, জীবনডা বাঁচাইলেন। এই ইস্যুতে এবার আমেরিকার উদাহরণ দেয়া যাইবো।’

এই আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে আন্দোলনের একজন অন্যতম পথিকৃত নিজের কালো টাকার উপর সাদা পাউডার মাখাতে মাখাতে বলেন, ‘কালো আর ধলো বাহিরে কেবল, ভেতরে সবাই সমান টাকা। কালো হইলেও ওইগুলা টাকা। তাদেরও আছে মূলধারায় বিনিয়োগের অধিকার। এই কালো টাকাগুলোকে মূল ধারায় নিয়ে আসাই আমাদের ‘ব্ল্যাক মানি ম্যাটার’ মুভমেন্টের উদ্দেশ্য।’

ব্ল্যাক লাইফ ম্যাটারের চেয়ে ব্ল্যাক মানি ম্যাটার মুভমেন্ট গুরুত্বপূর্ণ; এমন দাবি তুলে তিনি আরো বলেন, ‘মইরা গেলে কিন্তু আপনিই মরলেন, টাকা মরে নাই। টাকার দাম কিন্তু ঠিক আছে। লাইফ চেয়ে টাকা আসলে বেশি ম্যাটার। এই আন্দোলনের দরকার আছে ভাই।’

দেশের সকল কালো টাকার আদি অবস্থার কথা মনে করিয়ে দিয়ে তিনি আরো বলেন, ‘এরা কিন্তু কালো টাকা ছিলো না। দেশের কালো টাকা বলেন আর সাদা টাকা, সবাই কিন্তু টাকশাল থেকেই বের হইছে। বাইরে আইসা সঙ্গদোষে কেউ কালা হইছে আর কেউ সাদা। কালো সাদা সব টাকারে একসাথে ঘুটা দিলে সরকারের লাভ, আমার লাভ, দেশের লাভ, কালো টাকা দায়গ্রস্ত পিতা মানে কালো টাকার মালিকেরও লাভ।’

আপনার লাভ না হয় বুঝলাম, দেশের লাভ কীভাবে? আমাদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘এই কালো টাকা তো দেশের টাকাই। ছোটবেলায় মেলা থেকে এদেরকে গুন্ডারা চুরি করে নিয়ে গেছে। এহন সাদা করার মাধ্যমে অন্তত কিছু টাকা হইলেও আমরা বাংলা মায়ের কোলে ফিরাইয়া দিতেছি।’

2021-01-30 06:29:31
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: