‘বাংলা বসন্ত’


অনলাইন ডেক্স প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৩, ৭:১৫ অপরাহ্ন
‘বাংলা বসন্ত’

(১) রাশিয়া নাকি বলেছে যে, নির্বাচনের পর আমেরিকা বাংলাদেশে ‘আরব বসন্ত’ ঘটাতে চাইতে পারে। আরে ভাই, ‘আরব বসন্ত না বলে ‘বাংলা বসন্ত’ বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? ‘ফুল ফুটুক আর না ফুটুক, বসন্ত যদি আসেই’ সেটা হবে ‘বাংলা বসন্ত’। (২) থিওরী এরকম: ক্ষমতায় আওয়ামী লীগ, দুর্ভিক্ষ ঘটাবে বিএনপি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোটালিপাড়ায় (৮ই ডিসেম্বর) এক জনসভায় বলেছেন, ‘বিএনপি আগামী ফেব্রুয়ারি-মার্চের দিকে দেশের এমন অবস্থা করবে যাতে দুর্ভিক্ষ হয়। এতে বিদেশী প্ররোচনাও আছে’।

নির্বাচন হয়ে যাচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। এরপর কি সেটাই এখন মূল প্রশ্ন, বাংলা বসন্ত, দুর্ভিক্ষ ভাল সংবাদ না! আরব বসন্ত মধ্যপ্রাচ্যে আলোর ঝলকানি দিতে পারেনি, বাংলা বসন্ত হয়তো ‘জল-বসন্ত’ হয়ে যেতে পারে? কেউ কেউ ৭৪’র দুর্ভিক্ষের সাথে ছিয়াত্তর ও পঞ্চাশের মন্বন্তরের তুলনা করছেন। একটু বেশি হয়ে যাচ্ছে না? ৭৪-এ ঢাকা ভার্সিটি’র ছাত্রাবস্থায় ৩ মাসের কিছুটা দূর্ভিক্ষাবস্থা আমি দেখেছি। খাদ্য রাজনীতি ও ষড়যন্ত্রের ফসল ঐ দূর্ভিক্ষ কিছু লোক অতিরঞ্জিত বর্ণনা করেন, যা ‘জাল-পরা বাসন্তী’র মতই মিথ্যাচার।

নির্বাচন সম্পন্ন করাই এখন সরকারের মূল দায়িত্ব। সরকারের মনোভাব, পরে কি হবে তা দেখা যাবে? আসন ভাগাভাগি শেষ, আওয়ামী লীগ- জাতীয় পার্টি প্রেম মজেছে। একটি ছোট্ট গল্প বলি: মহিলা ৪০, ভদ্রলোক ৬০, প্রেম-প্রেম ভাব, তাঁরা বিয়ে করবেন। ভদ্রলোক মহিলাকে একটি বাড়ী কিনে দেবেন। বললাম, বিয়ের আগেই বাড়িটি কিনে দিন? ভদ্রলোক বললেন, প্রেম কি আর বাড়ীর জন্যে ঠেকে থাকবে? বললাম, আপনাদের বিয়েটা প্রেমের নয়, ভোগের; দু’জনের চাহিদা পূরণের। আওয়ামী লীগ ও জাপা’র প্রেম তেমনি চাহিদা পূরণের, জাপার নৌকা দরকার সংসদে যেতে, আওয়ামী লীগের জাপাকে দরকার বৈধতার জন্যে।

গল্পের মহিলা ও ভদ্রলোক বিয়ে হয়েছিলো, টেকেনি, বাড়ীও আর কেনা হয়নি! তবে আওয়ামী লীগ কিন্তু শেষমেষ শরিক ও মিত্রদের ছাড় দিয়েই নির্বাচন করছে। শাহজালাল ও শাহ-পরানের ওপর ভর করে শেখ হাসিনা ২০ তারিখ নির্বাচনী প্রচারণা শুরু করছেন। প্রণয় ভার্মা তো বলেই দিয়েছেন, বাংলাদেশের সাথেই ভারত হাঁটছে। রাশিয়া কথা বলছে। চীনের ‘ভেটো’ আছে? আওয়ামী লীগের সবই আছে, নাই শুধু বিএনপি, আমেরিকা, ইউরোপ।

অনেকেই বলতে চাইছেন, দেশে রাজনীতি নেই, গণতন্ত্র নেই, এক দলীয় শাসন চলছে। আচ্ছা, দেশে গণতন্ত্র ছিলো কবে? কয়টি নির্বাচন অবাধ ও সুষ্ঠূ হয়েছে? জনগণ যেমন, সরকারও তেমন, নির্বাচনও তো তাই হবার কথা? সেই রকম নির্বাচনই হবে, পছন্দ হলে ভালো, নাহলে কেটে পড়ুন। এবার নির্বাচন নিয়ে কেন যে পুরো বিশ্ব বাংলাদেশের দিকে নজর দিচ্ছে বোঝা মুশকিল। নির্বাচনকে কেন্দ্র করে সবাই যেন ঢাকার মাঠে ‘টি-২০’ খেলতে চাচ্ছে!

শিতাংশু গুহ, নিউইয়র্ক।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: