প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজির মন্ত্রিসভায় স্থান পেয়েছেন রেকর্ডসংখ্যক নারী। মন্ত্রিসভায় বৈচিত্র্য আনার লক্ষ্যে সর্বাধিক নারী ছাড়াও ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিও রেখেছেন প্রধানমন্ত্রী আলবানিজি।
অস্ট্রেলিয়ার নতুন মন্ত্রিসভার সদস্যসংখ্যা ২৩। এর মধ্যে ১০ জনই নারী। এর আগে স্কট মরিসনের উদার–জাতীয়তাবাদী জোট সরকারে সাত নারী মন্ত্রী ছিলেন।
শিল্পমন্ত্রী এড হুজিক এবং যুবমন্ত্রী আন্নে আলি অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের প্রথম মুসলিম মন্ত্রী হিসেবে বুধবার অস্ট্রেলিয়ার জাতীয় রাজধানী ক্যানবেরায় এক অনুষ্ঠানে শপথ নেন।
ক্যাঙ্গারুর চামড়ার চাদর গায়ে জড়িয়ে প্রথম আদিবাসী নারী হিসেবে আদিবাসীবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে শপথ নেন লিনডা বার্নে।
বাণিজ্যমন্ত্রী হয়েছেন ডন ফ্যারেল। পরিবেশবিষয়কমন্ত্রী করা হয়েছে তেনেয়া পিলিবারেস্ককে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ক্লেয়ার ও নেইল। জ্বালানিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ক্রিস বোয়েনকে। এ ছাড়া ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক নেতা বিল শর্টেন সরকারি সেবা মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন।
উল্লেখ, অস্ট্রেলিয়ার নতুন মন্ত্রিসভার সদস্যরা স্থানীয় সময় বুধবার শপথ নিয়েছেন।
আপনার মতামত লিখুন :