বিশ্বের প্রথম ৬-জি ট্রায়াল নেটওয়ার্ক তৈরি করেছে চীন


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৪, ৪:২৫ অপরাহ্ন
বিশ্বের প্রথম ৬-জি ট্রায়াল নেটওয়ার্ক তৈরি করেছে চীন

চীন বিশ্বের প্রথম আন্তর্জাতিক ৬-জি ফিল্ড টেস্ট নেটওয়ার্ক তৈরিতে নেতৃত্ব দিয়েছে, যা যোগাযোগ এবং বুদ্ধিমত্তাকে সমন্বিত করে এবং ৬-জি’র পরিস্থিতিতে যোগাযোগ কার্যক্ষমতার ব্যাপক উন্নতি সাধন করে।

৪-জি এবং ৫-জি যোগাযোগ লিঙ্কগুলো ৬-জি’র ট্রান্সমিশন ক্ষমতা অধিকার করবে বলে আশা করা হচ্ছে।

বুধবার বেইজিংয়ে চায়না ইনস্টিটিউট অফ কমিউনিকেশনস আয়োজিত ‘তথ্য তত্ত্ব: ক্ল্যাসিকস এবং আধুনিকতা’ শিরোনামে এক একাডেমিক সেমিনারে এই নতুন অগ্রগতির প্রকাশ শিল্পমহলের দৃষ্টি আকর্ষণ করেছে।

সিক্স-জির গতি হবে ফাইভ-জির চেয়ে ৮ হাজার গুণ বেশি। প্রতি সেকেন্ডে গতি হবে ১ টেরাবাইট। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: