অনিন্দ্য সেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোডের কয়েকটি ধারার আওতায় মামলা করা হয়েছে। কারণ তিনি ফেসবুকে মোদী ও রামকে কটূক্তি করেছেন। মামলা করেছে বিজেপির ছাত্র সংগঠন ‘অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ’ এর এক নেতা। ছবিতে অনিন্দ্য সেন।
পরিচিত লাগল কিনা? জ্বি, বিজেপি অন্তত দুইটা মডেল আওয়ামীলীগের কাছ থেকে নিয়েছে।
এক. ফেসবুকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা কিংবা কটূক্তিমূলক পোস্ট সনাক্ত করবে বিজেপির অঙ্গসংগঠনের লোকজন , তারপর মামলা ঠুকে দিবে।
মামলা ঠুকে দেয়ার সাথে সাথে অবিশ্বাস্য দ্রুত গতিতে ‘কটূক্তি’কারীকে গ্রেফতার করার ক্ষেত্রে অবশ্য ভারতের পুলিশ এখনো অতটা দক্ষতা অর্জন করতে পারেনি।
ছাত্রলীগ যেমন বুয়েটের গেইটে পুলিশকে অপেক্ষমান রেখে আবরারকে নির্যাতন করে মেরে ফেলেছে, বিজেপিকেও এই মডেলটা ফলো করতে হবে।
যাকে গ্রেফতার করতে হবে বা যাকে নির্যাতন করতে হবে, পুলিশের একটা দলকে আগেই তার বাড়ির সামনে পাঠিয়ে দিতে হবে, মামলা হওয়া মাত্রই গ্রেফতার করতে হবে। এক মুহুর্তও দেরি করা যাবে না!
দুই. হেলমেট বাহিনীর মডেল। আরএসএস, শিবসেনা, হিন্দু মহাসভা ঢাল তলোয়ার নিয়ে ব্যাপক শো-ডাউন দিয়ে অভ্যস্ত হলেও হেলমেট-বাহিনীর কথা কখনো তাদের মাথায় আসেনি।
আমাদের এখানে নিরাপদ সড়ক আন্দোলনের সময় ব্যাপকভাবে হেলমেট বাহিনীর আবির্ভাব ঘটে, এরপর দেখলাম ভারতে এনআরসি-সিএএ’র মুভমেন্টের সময়ে ভারতীয় হেলমেট বাহিনী একযোগে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ঢুকে ব্যাপক হামলা চালালো।
জেএনইউতে তো মেয়েদের হলে ঢুকে হামলা চালিয়ে জেএনইউ’র ছাত্রীদের মারাত্মক আহত করা হয়েছিল। জেএনইউ ছাত্র সংসদের প্রেসিডেন্ট ঐশী ঘোষ মাথায় গুরুতরভাবে আঘাত পান সেই হামলায়।
সারওয়ার তুষার
ঢাকা।
2021-01-30 06:29:31
আপনার মতামত লিখুন :