চিকিৎসা ব্যবস্থা ভালো বলেই করোনায় মৃত্যু কম: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
চিকিৎসা ব্যবস্থা ভালো বলেই করোনায় মৃত্যু কম: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো বলেই কোভিডে মৃত্যুহার এত কম। এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রাজধানীর হোটেল কন্টিনেন্টালে কোভিড বিষয়ক এক সেমিনারে বক্তব্য দেন তিনি।

তিনি বলেন, মহামারির শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বারবার চিকিৎসা ব্যবস্থাপনা পরিবর্তন করছিল, তখন সঠিক ব্যবস্থাপনা তৈরি করায় বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের চিকিৎসকদের ভূঁয়সী প্রশংসা করেন মন্ত্রী।

এ সময় তিনি আবারো বলেন, বাংলাদেশ সময় মতো কোভিডের টিকা পাবে। এ জন্য বহির্বিশ্বের সঙ্গে সব ধরনের যোগযোগ অব্যাহত আছে বলেও জানান মন্ত্রী।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: