এবার চাঁদে বসতি করবে চীন


অনলাইন ডেক্স প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৩, ৩:৩০ অপরাহ্ন
এবার চাঁদে বসতি করবে চীন

চাঁদে এবার বসতি তৈরি করতে চাইছে চীন। পৃথিবীর উপগ্রহে পাকাপাকিভাবে বহুতল তৈরির পরিকল্পনা রয়েছে বেইজিংয়ের। সেই লক্ষ্যে থ্রি ডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করছেন সেদেশের জ্যোতির্বিজ্ঞানীরা। এটা চীনের দীর্ঘমেয়াদি চন্দ্র মিশনের অন্তর্গত বলে জানা গিয়েছে।

২০২০-তে চাঁদের বুকে অবতরণ করে চীনা মহাকাশযান চ্যাং ৫। প্রথমবার চন্দ্রপৃষ্ঠের মাটি পৃথিবীতে নিয়ে আসে বেজিংয়ের নভোযান। উল্লেখ্য, সেবার পৌরানিক দেবীর নাম অনুসারে মহাকাশযানটির নামকরণ করেন চীনা জ্যোতির্বিজ্ঞানীরা। প্রসঙ্গত, ২০১৩-য় প্রথমবার চাঁদ জয় করে চীন। ২০৩০-র মধ্যে পৃথিবীর উপগ্রহে নভোশ্চর পাঠানোর কথা ঘোষণা করেছে বেজিং। আগামী দিনে অবশ্য মানব বিহীন চ্যাং ৬, ৭ ও ৮ মিশন পাঠানোর পরিকল্পনাও রয়েছে ড্রাগনল্যান্ডের।

সূত্রের খবর, চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ে তোলা যায় কিনা, সেই লক্ষ্যেই আগামীদিনে চন্দ্র অভিযান করবে চীন। চ্যাং ৮ মিশনে চাঁদের আবহাওয়া ও সেখানকার মাটিতে কী কী ধাতু রয়েছে, সেই সংক্রান্ত গবেষণা চালানো হবে। ওই মিশনেই থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি নামিয়ে চন্দ্রপৃষ্ঠ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে।

আগামী পাঁচ বছরের মধ্য়ে চাঁদের বুকে বহুতল তৈরির পরিকল্পনার কথা বলা হয়েছে। চাইনিজ অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিংয়ের এক বিশেষজ্ঞের কথায়, ‘২০২৮-এ চ্যাং ৮ মিশনের সময় চন্দ্রপৃষ্ঠে ইট তৈরি করা হবে। চাঁদের মাটি ব্যবহার করে এই ইট তৈরি করবে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি রোবট।

চলতি বছরের ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরু জয় করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র চন্দ্রযান ৩। ওই দিন পৃথিবীর উপগ্রহে নামে ল্যান্ডার বিক্রম। সেই ঘটনার পর থেকে চাঁদ অভিযান নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত ৭ সেপ্টেম্বর চাঁদ মিশন শুরু করে জাপানের স্লিম। আগামী বছরের ফেব্রুয়ারিতে পৃথিবীর উপগ্রহে নামবে ওই নভোযান।

আগামী বছরের শেষে চাঁদে রোভার পাঠাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এছাড়া আগামী বছরের আর্টিমিস টু মিশন শুরুর পরিকল্পনা রয়েছে এই সংস্থার। এর মাধ্যমে সেখানে চারজন নভোশ্চর পাঠানোর কথা ঘোষণা করেছে আমেরিকা।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: