মুনা মুস্তাফাঃ সিডনী ট্রান্সপোর্টে অভিযান চালিয়ে নিউ সাউথ ওয়ালস পুলিস প্রায় ১০০ এর মত মানুষকে গ্রেফতার করেছে। এর মধ্যে একজন ২৪ বছর বয়সি যুবককে মাউন্ট ড্রোট ষ্টেশন থেকে পুলিসকে হয়রানি করার অপরাধে গ্রেফতার করা হয়েছে।
প্রায় ৯৯ জনের মত মানুষ তাদের সাথে হাতিয়ার বহন করছিল , কেউ অসামাজিক আচরনে লিপ্ত, হাতাহাতি করছিলো, বাকীরা সাথে ড্রাগস রেখেছিলো। এধরনের অভিযান পুলিস অব্যাহত রাখবে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
2021-05-04 18:21:53




































আপনার মতামত লিখুন :