ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ইমাম হোসেন (আ.)’র শাহাদাৎ বার্ষিকীর শোকানুষ্ঠানে পুলিশের হামলা অব্যাহত রয়েছে। আজ রোববারও আশুরার শোকানুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে। এর আগে গতকাল আয়োজিত শোক মিছিলে টিয়ার শেল ও ছররা গুলি ছুড়েছে পুলিশ।
শ্রীনগরের হাসপাতাল কর্মীরা জানিয়েছেন, আহত অন্তত ৩০ জন সেখানে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের উপকণ্ঠের বেমিনা এলাকায় শোক পদযাত্রায় অংশ নেন মুসলমানেরা। সেখানে সরকারি বাহিনী ব্যাপক হামলা চালায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সাঁজোয়া যান নিয়ে শোক যাত্রায় অংশগ্রহণকারীদের সতর্ক করে দিচ্ছে। এরপর টিয়ারগ্যাস ও ছররা গুলি ছোড়া হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও বলেছেন, কাশ্মীরিদের শোক মিছিল শান্তিপূর্ণ ছিল। এতে নারীরাও অংশ নিয়েছিলেন। তবে সরকারি বাহিনীর সদস্যরা পেলেট গান ছুড়েছে। ওই হামলপায় অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
সেখানকার বাসিন্দারা বলছেন, পুলিশের হামলায় আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
2021-05-04 21:16:05
আপনার মতামত লিখুন :