ইসরাইল না থামলে জাতিসংঘকে বলপ্রয়োগ করতে হবে: এরদোগান


অনলাইন ডেক্স প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৪, ৫:১৯ অপরাহ্ন
ইসরাইল না থামলে জাতিসংঘকে বলপ্রয়োগ করতে হবে: এরদোগান

ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরাইল হামলা বন্ধ না করলে জাতিসংঘের সাধারণ পরিষদকে বলপ্রয়োগের সুপারিশ করতে হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। পাশাপাশি, ফিলিস্তিনের গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরাইলের বিধ্বংসী হামলা এবং সম্প্রতি হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে লেবাননে হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক।

এরদোগান বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধ থামাতে ব্যর্থ হলে, ১৯৫০ সালে পাস হওয়া প্রস্তাব অনুযায়ী বলপ্রয়োগের সুপারিশ করতে সাধারণ পরিষদকে দ্রুত এই ক্ষমতা প্রয়োগ করতে হবে। এ প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র-নিরাপত্তা পরিষদের এই পাঁচটি স্থায়ী ভেটোক্ষমতা সম্পন্ন দেশ যদি মতবিরোধের কারণে আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদ হস্তক্ষেপ করতে পারে।

নিরাপত্তা পরিষদ হল একমাত্র জাতিসংঘের সংস্থা যা সাধারণত বলপ্রয়োগের অনুমোদন এবং নিষেধাজ্ঞা আরোপের মতো আইনগতভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত নিতে পারে। এরদোগান আরও বলেন, মুসলিম দেশগুলোকে ইসরাইলের বিরুদ্ধে আরও সক্রিয় অবস্থান নিতে না দেখে তিনি দুঃখিত। মুসলিম দেশগুলোর প্রতি অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি যাতে ইসরাইলকে যুদ্ধবিরতিতে বাধ্য করা যায়।

এই অঞ্চলের প্রতিটি মানুষের সে মুসলিম, ইহুদি এবং খ্রিষ্টান যাই হোক না কেন- শান্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এরদোগান বলেন, ‘ইসরাইলের আক্রমণ যদি শিগগিরই বন্ধ করা না হয়, তবে এটি মুসলিম দেশগুলোকেও লক্ষ্যবস্তু করবে।’

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: