আসন্ন আন্ত:আফগান আলেচনার জন্য প্রতিনিধি দল চূড়ান্ত করেছেন তালেবান প্রধান। এই দলের হাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে বলে শীর্ষস্থানীয় এক তালেবান আলোচক জানিয়েছেন।
মোল্লা হাইবাতুল্লাহ আখুনজাদা ২০ সদস্যের টিম বেছে নিয়েছেন। এদের মধ্যে ১৩ জন তালেবান নেতৃত্ব পরিষদ থেকে। শীর্ষস্থানীয় তালেবান আলোচক শের মোহাম্মদ আব্বাস স্তানেকজাই এ কথা জানিয়েছেন।
তিনি জানান, এই দলের হাতে এজেন্ডা ঠিক করার ক্ষমতা থাকবে, তারা কৌশলগত সিদ্ধান্ত নেবে এবং এমনকি কাবুল সারকারের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেগ চুক্তি সই পর্যন্ত করতে পারবে।
স্তানেকজাই বলেন, এটা খুবই শক্তিশালী একটি টিম, তাদের হাতে সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা থাকবে।
মোল্লা আব্দুল গনি বারদার গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তিচুক্তিতে সই করেন। ফলে আন্ত:আফগান আলোচনার পথ সুগম হয়েছে। তিনি কাতারে তালেবান অফিসের প্রধান পদে দায়িত্বপালন অব্যাহত রাখবেন।
২৯ ফেব্রুয়ারির শান্তি চুক্তিতে আন্ত:আফগান আলোচনার উপর গুরুত্ব দেয়া হয়। নানা কারণে বিলম্বিত এই আলোচনা ২০ আগস্ট শুরু হবে বলে আশা করা হচ্ছে।
2021-05-04 18:08:03
আপনার মতামত লিখুন :