আজ শনিবার ১লা আগষ্ট অষ্ট্রেলিয়ায় উৎযাপিত হয়েছে ঈদুল আজহা। করোনার মহামারিতেও অস্ট্রেলিয়ান মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসনসহ বিরোধীদলীয় প্রধান, রাজ্য প্রধানগণসহ অনেক মন্ত্রী-এমপি।
সিডনি ও মেলবোর্নসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে স্যোসাল ডিসটেন্স মেনেই, অনেক জায়গা টেমপারেচার টেষ্ট করা হয়েছে। আজ ঈদের উল্লেখযোগ্য জামাতগুলোর মধ্যে ছিল সিডনির লাকেম্বার দারুল উলুম, লাকেম্বার রেলওয়ে প্যারেডের মাসআলা, রকডেল, মিন্টোসহ আরো অনেক স্থানে।
নিউ সাউথ ওয়ালসে ১০০ জনের একত্রিত হওয়ার অনুমতি থাকলেও পবিত্র ঈদ উপলক্ষে অষ্ট্রেলীয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সিডনির অবার্ণের গালিপলি মসজিদকে স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ ৪শ জনের ঈদের নামাজের অনুমতি দিয়েছিল। করোনার মহামারী নিয়ন্ত্রণে অষ্ট্রেলীয়ায় ঈদের জামাতের অনুমোদিত অনেক জায়গায় হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের সরবরাহ করা হয়েছে।
2021-05-04 16:50:45
আপনার মতামত লিখুন :