অষ্ট্রেলিয়াতে ৫০০’র বেশী ফ্যাশন ষ্টোর বন্ধের ঘোষনা


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৬:০৬ অপরাহ্ন
অষ্ট্রেলিয়াতে ৫০০’র বেশী ফ্যাশন ষ্টোর বন্ধের ঘোষনা

মুনা মুস্তাফা: বিখ্যাত কোম্পানি মোজাইক ব্রান্ড $৪৫৭ মিলিয়ন লোকসানের পরে তাদের ৫০০ ফ্যাশন ষ্টোর বন্ধের ঘোষনা দিয়েছে। মহিলাদের ফ্যাশনের এইসব দোকানের মধ্যে নোনি বি, মিলারস, কেটিস, রিভার, অটোগ্রাফ, ক্রসরোড ও রকম্যান এর মত জনপ্রিয় ফ্যাশন লেভেল রয়েছে।

বুশফায়ার ও পরবর্তী গ্লোবাল পেনাডেমিকের কারনে মাএাতিরিক্ত লোকসানের ফলস্বরূপ এসব ফ্যাশন ষ্টোরগুলি বন্ধ করে দেয়া হচ্ছে বলে তারা জানান । কোম্পানির  সিওই স্কট ইভানস্ বলেন ‘এরকম পরিস্থিতি অনুমান করার কোন উপায়ই ছিলোনা এবং আমরা আমাদের কাষ্টমারদের সুরক্ষার ব্যাপারে সর্তমূলক ব্যবস্থা গ্রহণ করেছি’। এসব ফ্যাশন হাউজের প্রায় ৪০০ কর্মচারী কাজ হারিয়েছেন যাদেরকে তারা যথাশীঘ্র সম্ভব নতুন করে কাজ দিবেন বলে জানান।

2021-05-04 18:06:06
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: