প্রবাসে যে সকল নারীরা আসেন তারা এমন সব কাজ করেন; যা হয়তো কোনদিনই করতেন না যদি তারা প্রবাসে না এসে বাংলাদেশে থাকতেন। অষ্ট্রেলিয়াও এর ব্যতিক্রম নয়। নারীরা যেন প্রবাসে এসে অনেক সাহসী ও স্বাবলম্বী হয়ে উঠছে। সংসার সামলানোর সাথে সাথে পরিবারকে বিভিন্ন আর্থিক সহযোগিতা দিয়ে সুখের নীড় তৈরী করছে। যেমন, মিষ্টি বানানো।
যে মেয়েটি দেশে এক কাপ চা বানিয়ে খায়নি সে যখন বাড়িতে বিভিন্ন রকম মিষ্টি বানিয়ে দোকানে দোকানে Supply দেয় তখন অবাক না হয়ে পারি না। যা স্বাদে বাংলাদেশের যে কোন নামকরা মিষ্টির দোকানের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম।
দেশ থেকে প্রবাসে যারা আসেন তাদের হাতে গুনা দু’একজন ছাড়া কেউই দেশ থেকে ড্রাইভিং শিখে আসেন না। মেয়েরা এর ব্যাতিক্রম নন। এখানে এসে এই মেয়েরাই যখন দক্ষতার সাথে ট্যাক্সি ক্যাব, রাইড শেয়ার (Uber, DiDi, Ola ইত্যাদি) Drive করে তখন রীতিমতো বিস্মিত হই। এমন কি ট্রেনের ড্রাইভার হিসেবেও আছে বাংলাদেশী নারী। তবে বাস ড্রাইভার হিসেবে অনেক বাংলাদেশী পুরুষ থাকলেও কোন বাংলাদেশী নারী আছে কিনা আমার জানা নেই। ভাববেন না ট্রেন বা বাস ড্রাইভিং বাংলাদেশের মতো পেশা। এখানে ট্রেন বা বাস ড্রাইভারদের বেতন ও সূযোগ সুবিধা প্রথম শ্রেনীর সরকারী চাকুরীর মতো। এই ড্রাইভিং চাকুরী পাওয়ার প্রক্রিয়াটাও এত সহজ নয়। বাংলাদেশে BCS Cadre-এ চাকুরী পাওয়ার চেয়েও কঠিন।
যা-ই হোক নারীদের জন্য ব্যতিক্রম আর একটি পেশা হলো Driving Instractor। বিশেষ করে বাংলাদেশ থেকে আসা যে সকল নারী এদেশে পুরুষ Driving Instractor-এর কাছে ড্রাইভিং শিখতে পছন্দ করেন না তাদের জন্য নারী Driving Instractor খুব প্রয়োজন। আর তিনি যদি বাংলাদেশী হয় তবে মনের মাধুরী মিশিয়ে ভাব আদান প্রদান সহজ হয়।
আমাদের পরিচিত এক ভাইয়ের স্ত্রী এই যোগ্যতা অর্জন করেছেন। তার নাম শাহানাজ উদ্দীন মুক্তি। সিডনীতে বেশ কিছু মহিলা Driving Instractor-এর মধ্যে উনিও একজন। তিনি মূলতঃ Lakemba, Bankstown, Greenacre, Punchbowl, Belmore, Campsie এবং এর আশেপাশের এলাকায় Driving Instractor হিসেবে কাজ করেন। বাংলাদেশী নারী সমাজে “মুক্তি ভাবী” নামে খুব সজ্জন, বন্ধুত্বপূর্ণ এবং আন্তরিক হিসেবে পরিচিত। ইতোমধ্যে তিনি তার শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। আপনিও আপনার মেয়ে, বোন কিংবা স্ত্রীকে Driving শেখাতে নারী Driving Instractor শাহানাজ উদ্দীন মুক্তির RAYAN ড্রাইভিং স্কুলে booking দিতে পারেন। ফোন নম্বরঃ 0421 324 043
===================
Reported by:
Mustafiz Babu
News Editor
AusBanglaNews
Sydney, Australia.
Email: news@abnews.com.au
http://abnews.com.au/
2021-05-04 18:21:18
আপনার মতামত লিখুন :