


কাজী গোলাম মুসতাফা (কে জি মুসতাফা হিসাবে পরিচিত) ১৯৪৩ সালের ২৫ সেপ্টেম্বর মাদারীপুরের শেখপুর গ্রামে এক রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৫৯ সালে ম্যাট্রিকুলেশন পাস করে ভর্তি হন তৎকালীন ইস্ট পাকিস্তান কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফটসে (বর্তমানে চারুকলা ইনস্টিটিউট) এবং ১৯৬৪ সেখান থেকে লেখাপড়া শেষ করেন। চারুকলার শিক্ষক শ্রদ্বেয় শিল্পচার্য জয়নুল আবেদিন তরুণ মুসতাফার ভিতরে অসাধারণ প্রতিভার খোঁজ পান। যখন সদ্য স্বাধীনতা প্রাপ্ত নতুন রাষ্ট্রের জন্য নতুন মূদ্রা ও টাকার প্রয়োজন হয়ে পরে সেই সময় শিল্পাচার্য তার প্রিয় ছাএ মুসতাফাকে এই বিশাল দায়িত্বের যোগ্য মনে করে তাকে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করিয়ে দেন।
কে জি মুস্তফা নব্য স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইন করেন। তিনি ১ পয়সা থেকে ১০০ টাকা পর্যন্ত সবগুলোর ডিজাইন এককভাবে করেছিলেন। এছাড়াও বাংলাদেশ ডাকবিভাগের অসংখ্য পোস্টকার্ড, খাম, অ্যারোগ্রাম ও ডাকটিকিটের ডিজাইন করে দিয়েছেন।
আরো পড়ুন:


