বঙ্গবন্ধু টানেল চট্টগ্রামকে সাংহাইয়ের মতো দুটি শহরকে একটি নগরীতে পরিণত করবে
প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৩
কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ায় প্রথম এই টানল। টানেলটি বাংলাদেশকে বিশ্বে একটি নতুন উচ্চতায় উন্নীত করবে। টানেলটি চট্টগ্রাম নগরীকে চীনের সাংহাই নগরীর মতো ‘দুটি শহরকে একটি নগরীতে’ পরিণত করবে এবং এটি দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে।