কাঁঠালি চাঁপা বা কাঁঠালি চম্পা হলুদ রঙের ফুল, যা থেকে কাঁঠালের তীব্র সুবাস নির্গত হয়ে থাকে। উদ্ভিদ বিদ্যা অনুযায়ী এটি Annonaceae পরিবারের সদস্য; বৈজ্ঞানিক নাম Artabotrys hexapetalus । কোনো কোনো এলাকায় একে হাঁড়ি চম্পা বলেও আখ্যায়িত করা হয়। ভারতবর্ষে এটি মনোরঞ্জিনী নামে ব্যাপকভাবে পরিচিত। ভারত, মিয়ানমার এবং শ্রীলংকার কোনো কোনো স্থানে একে ঊলধহম বষধহম বলেও অভিহিত করা হয়।
গাছটি মাঝারি আকারের লতানো গুল্ম, ৮-১০ ফুট লম্বা। তবে এর কাষ্ঠল লতা দীর্ঘ হয়ে থাকে। শাখা অবনত অর্থাৎ ঝুঁকে থাকে। কাঁঠালি চাঁপার উজ্জ্বল সবুজ পাতা ৪ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। পত্রফলকের নিম্নতল ফ্যাকাসে সবুজ। ফুল ফোটে বর্ষায়।
শুরুতে সবুজাভ ফুলটি ধীরে ধীরে কড়া হলুদ বর্ণ ধারণ করে। ফুলের রঙ হলদেটে বা সোনালি হলুদ, কাক্ষিক, পাপড়ি সংখ্যা ৬। খোলা ফুলের গন্ধ তীব্র। পাতার কক্ষে একক বা ২-৩টি ফুল জন্মে। এই ফুলের নির্যাস সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়।
আরও পড়ুন: কাশ্মীরি আপেল কুল, হালকা হলুদের ওপর লাল, খেতে অনেক মিষ্টি