বিনোদন ডেস্ক : ‘সুপারম্যান’ সিনেমা দিয়ে ডিসি স্টুডিওর নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। সুপারম্যান চরিত্রে এবার অভিনয় করেছেন ডেভিড করেনসওয়েট।
দুই মিনিটের ট্রেইলারে দেখা গেছে- বরফে ঢাকা একটি জায়গায় সুপারম্যান পৃথিবীতে এসে পড়েন, তার নাক দিয়ে রক্ত ঝরছে। তাকে পুনর্জীবিত করে তোলে ক্রিপ্টো ‘দ্য সুপারডগ’।
ভয়াবহ একটি বিস্ফোরণ থেকে এক নারীকে উদ্ধারের অভিযানেও দেখা যায় করেনসওয়েটকে। নতুন লুইস লেন হিসেবে র্যাচেল ব্রসনাহান এবং খলনায়ক লেক্স লুথার চরিত্রে ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্ট কাজ করেছেন এ সিনেমায়। সিনেমাটি আগামী বছরের ১১ জুলাইয়ে মুক্তি পাবে।
২০১৩ সালের ‘ম্যান অব স্টিল’ এবং এর স্পিন অফ সিনেমাগুলোতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা হেনরি ক্যাভিল। ২০২২ সালে এই চরিত্রে ক্যাভিল ফের ফেরার ঘোষণা দিলেও পিটার স্যাফরান ডিসি’র নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই চরিত্রে করেনসওয়েটকে নেওয়ার ঘোষণা দেন।
আপনার মতামত লিখুন :