ইউক্রেন যুদ্ধ থেকে সিনিয়র কমান্ডারকে অপসারণ করল রাশিয়া


অনলাইন ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৪, ৩:৩০ অপরাহ্ন
ইউক্রেন যুদ্ধ থেকে সিনিয়র কমান্ডারকে অপসারণ করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধের অগ্রগতি সম্পর্কে বিভ্রান্তিকর প্রতিবেদন দেওয়ার কারণে একজন সিনিয়র জেনারেলকে সরিয়ে দিয়েছে রাশিয়া। প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ এরইমধ্যে বলেছেন, যুদ্ধক্ষেত্র থেকে দুর্বল কমান্ডারদের ফিরিয়ে আনা হবে। রাশিয়া সমর্থিত ব্লগাররা এবং রাশিয়ান সংবাদমাধ্যম এ জানিয়েছে।

রাশিয়ান সংবাদমাধ্যম অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলেছে, সাউদার্ন গ্রুপিংয়ের কমান্ডার কর্নেল জেনারেল গেনাডি আনাশকিনকে তার কমান্ড থেকে অপসারণ করা হয়েছে। যদিও মস্কোর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।আনাশকিনের বিরুদ্ধে অভিযোগ, যুদ্ধক্ষেত্রের সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে প্রায় দুই মাস সময় নিয়েছেন তিনি। আর তাতে বেজায় অসন্তোষ রাশিয়াপন্থি ব্লগাররা। এমনকি এ কারণে তাকে অলসও বলা হচ্ছে। 

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের একজন যুদ্ধ সংবাদদাতাও বলেছেন, আনাশকিনকে তার কমান্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তাসংস্থা রয়টার্স মন্তব্যের জন্য অনুরোধের জবাব দেয়নি।  

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: