ছাত্র রাজনীতিতে সম্পৃক্তদের প্রতি উদাত্ত আহবান……….


নিউজ ডেক্স প্রকাশের সময় : মে ২৪, ২০২২, ১১:৩৪ অপরাহ্ন
ছাত্র রাজনীতিতে সম্পৃক্তদের প্রতি উদাত্ত আহবান……….

আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো যেনতেনভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া ও টিকে থাকার জন্য এবং নিজের পরিবারের আখের গুছানোর জন্য রাজনীতি করে,তাদের ব্যক্তিজীবনে না আছে কোন আদর্শ না আছে দেশের জন্য কোন স্বপ্ন।

তারা বার বার ছাত্রদের শক্তিকে ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে ও করছে,এমনকি ছাত্রদের অসাধু পথেও নিজেদের স্বার্থে পরিচালিত করার নজিরও আছে।
এসব অসাধু রাজনীতিবিদরা তাই চায় না,ছাত্ররা পড়াশুনা করে আত্মসচেতন হোক, স্বনির্ভর হোক,তাই তারা একপক্ষের ছাত্রদেরকে অপরপক্ষের ছাত্রদের দুশমন ভাবতে ও তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণে উদ্বুদ্ধ করে।
অনেক হয়েছে,আর না,এখন সময় ঘুরে দাঁড়াবার।

প্রিয় রাজনীতি সচেতন ভাই ও বোনেরা,যে দলই করুন অন্যদলের কর্মীদের চিরশত্রু ভাবার ঘৃণ্য ও জঘন্য মানসিকতা আজ থেকে একটু একটু করে পরিবর্তন করতে শুরু করুন।নিজেদের আগামীতে রাষ্ট্র পরিচালনার উপযোগী করে গড়ে তোলার জন্য পড়াশোনার পাশিপাশি আপনাকে সমাজ উন্নয়ন ও বুদ্ধিবৃত্তিক কাজে সম্পৃক্ত করুন।

আদীল # রাষ্ট্রচিন্তা

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: