বাংলাদেশের রাজধানী ঢাকাকে ওআইসি যুব রাজধানী হিসেবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।
সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়েছিলেন ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন, আজারবাইজানের যুব ও ক্রীড়ামন্ত্রী আজাদ রহিমভ, গাম্বিয়ার আইন ও বিচার বিষয়ক মন্ত্রী ডাউডা এ জালো, আইসিওয়াইএফের প্রেসিডেন্ট তাহা আইয়ানসহ বিশ্ব নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উদ্বোধনী বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তারুণ্যের প্রতীক। তিনি ছিলেন তারুণ্য, উদ্দীপনা ও এক অনিঃশেষ প্রেরণার নাম। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও উন্নত স্বনির্ভর জাতি গঠনের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। ওনার সেই আত্মবিশ্বাসকে সম্মান জানিয়ে বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগকে সাধুবাদ জানাই।
যুব সমাজকে তাদের নতুন উদ্ভাবনী চিন্তা ও চেতনার মধ্যে দিয়ে বৈষম্যহীন সহনশীল ও টেকসই সমাজ ব্যবস্থা বিনির্মাণের উদাত্ত আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকাকে ওআইসি যুব রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় ওআইসিকে ধন্যবাদ।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের ওআইসি ইয়ুথ ক্যাপিটাল অনুষ্ঠানটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি বাংলাদেশের যুব সমাজের একজন প্রতিনিধির হাতে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল চাবি হস্তান্তর করেন।
জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন – পররাষ্ট্রমন্ত্রী ড: এ কে আব্দুল মোমেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এবং যুব ও ক্রীড়া সচিব মো: আখতার হোসেন।
2021-01-30 06:29:31




































আপনার মতামত লিখুন :