বন্যায় বাংলাদেশের ১৩ লাখ শিশুর জীবন ঝুঁকিতে


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
বন্যায় বাংলাদেশের ১৩ লাখ শিশুর জীবন ঝুঁকিতে

দেশে বন্যায় ২৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে বলে জানিয়েছে ইউনিসেফ। তারমধ্যে ১৩ লাখ শিশু রয়েছে।

এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি। পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর পরিস্থিতিও তুলে ধরে ইউনিসেফ।

দক্ষিণ এশিয়ায় ইউনিসেফের আঞ্চলিক পরিচালক জ্যাঁ গফ বলেন, করোনার মতো বৈশ্বিক মহামারির সঙ্গে জলবায়ু পরিবর্তন এবং চরম আবহাওয়াজনিত ঘটনাবলির কারনেই আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণ এশিয়ায় শিশুরা। এই অঞ্চলের শিশুদের জন্য জরুরিভাবে সহায়তা এবং আরও রিসোর্স দরকার।

ইউনিসেফের বিবৃতিতে আরো বলা হয়, সাইক্লোন আম্পানের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই বন্যার থাবা পড়েছে বাংলাদেশে। বন্যায় প্রায় সাড়ে ৫ লাখ পরিবার গৃহহীন হয়ে পড়বে। বিভিন্ন দেশের সরকারের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও শিশুদের সহায়তা করতে বিশেষ প্রক্রিয়া চলমান রয়েছে।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: