আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশে ঈদের ছুটি। গতরাত থেকে সড়ক, ট্রেন ও নৌপথে বেড়েছে ঘরমুখী মানুষের বাড়ি ফেরার ঢল। ফলে বাস, ট্রেন ও লঞ্চে বেড়েছে মানুষের চাপ। তাতে নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি, সরকারের নেই কোন উদ্যোগ।
শুক্রবার ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরের গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৬৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ চরম দুর্ভোগেই পড়েছে না, চরম ঝুকি রয়েছে করোনা ট্রান্সমিশনের, অথচ এই ঈদে মহাসড়কে পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। সরকার চাইলেই আইন জার করে এইসব মানুষের ঢল নিয়ন্ত্রণ করতে পারতো কিন্তু কেন করেনি? জনগণ ভূল করলেও রাষ্ট্রের ভূল করার সুযোগ নেই।
2021-01-30 06:29:31




































আপনার মতামত লিখুন :