

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো কাবুল সফর করেছেন একদল ভারতীয় কর্মকর্তা। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি এবং মানবিক সাহায্য ইস্যুতে তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।
ভারতের পররাষ্ট্র সচিব জে পি সিং এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন।
পরে এক টুইট বার্তায় তালেবানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জানান, এই মিটিংয়ে আফগান-পাকিস্তান কূটনীতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্যিক এবং মানবিক সহায়তা নিয়ে আলোচনা করা হয়েছে।
এই আলোচনাকে উভয় দেশের মধ্যে বন্ধন তৈরিতে শুভ সূচনা বলেও লিখেন তিনি।
ক্ষমতাসীন তালেবান সরকারের সঙ্গে ভারতের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে, কাতারের দোহায় অবস্থিত তালেবানের অফিসে ভারত সরকারের প্রতিনিধিরা তালেবানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন।
যুক্তরাষ্ট্র আফগানিস্তান ত্যাগ করার পর থেকে আফগানিস্তানে দারিদ্র্য এবং ক্ষুধার পরিমাণ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এর আগে ভারত দেশটিতে মানবিক সহায়তাসহ খাদ্য পাঠিয়েছিল।
এখনও পর্যন্ত ভারত আফগানিস্তানে বিশ হাজার টন গম, ১৩ টন ওষুধ, ৫ লাখ কোভিড টিকা এবং শীতের কাপড় পাঠিয়েছে। এ ছাড়া, আরও ওষুধ ও খাবার আফগানিস্তানে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ভারত।
গত আগস্টে আফগানিস্তানে দূতাবাস বন্ধের পাশাপাশি নিজ দেশের কর্মকর্তাদের প্রত্যাহার করে ভারত। তবে কবে নাগাদ পুনরায় দেশটিতে দূতাবাস খুলবে তা জানায়নি ভারত।




































আপনার মতামত লিখুন :