করোনা মহামারী মধ্যে ক্ষমতাশীল দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের কান্ড দেখুন


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
করোনা মহামারী মধ্যে ক্ষমতাশীল দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের কান্ড দেখুন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে অভ্যন্তরীণ কোন্দলের জেরে সিরাজগঞ্জে জেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

পুলিশ ও ছাত্রলীগ নেতারা জানান, মঙ্গলবার বিকেলে ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এনামুল হক বিজয়ে স্মরণে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগ দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহাম্মেদ ও সভাপতি আহসান হাবিব খোকার দুই গ্রুপ মুখোমুখি হয়। এ সময় উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করে।

তারা আরও জানান, এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় দলীয় কার্যালয়ের সামনের সড়ক ও বড় বাজার এলাকা রণক্ষত্রে পরিণত হয়। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: