সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে অভ্যন্তরীণ কোন্দলের জেরে সিরাজগঞ্জে জেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
পুলিশ ও ছাত্রলীগ নেতারা জানান, মঙ্গলবার বিকেলে ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এনামুল হক বিজয়ে স্মরণে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগ দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহাম্মেদ ও সভাপতি আহসান হাবিব খোকার দুই গ্রুপ মুখোমুখি হয়। এ সময় উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
তারা আরও জানান, এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় দলীয় কার্যালয়ের সামনের সড়ক ও বড় বাজার এলাকা রণক্ষত্রে পরিণত হয়। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে।
2021-01-30 06:29:31
আপনার মতামত লিখুন :