নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিননিদন জানিয়ে র্যাব বাহিনী বন্ধ ও পুলিশ প্রশাশনের বেতন বৃদ্ধির আহ্বান করেছেন অস্ট্রেলিয়া প্রবাসি বাংলাদেশি লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন।
আজ ৯ আগস্ট (সোমবার( সংঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য ‘র্যাপিড আ্যাকশন বাহিনী’ (র্যাব) গঠন করা হয়েছে। সেনা বাহিনী দ্বারা গঠিত র্যাব বাহিনী দেশের শত শত নিরীহ মানুষকে বাসা থেকে চোখ বেঁধে তুলে নিয়ে হত্যা করেছে। ঘুষ এবং হত্যাকারী প্রতিষ্ঠানে পরিণত হয়ে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ সেনাবাহিনীকে কলুষিত করছে। যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারই তাদেরকে নিজস্ব হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাই র্যাপিড আ্যাকশন বাহিনী’ (র্যাব) বন্ধ করে তাদেরকে সেনাবাহির ব্র্যাকে
সাংবাদিক নেতারা আরো বলেন,
দেশের শান্তি, আইন শৃঙ্খলার উন্নতি ও ঘুষ মুক্ত বাংলাদেশ গড়তে হলে পুলিশ প্রশাষনের বেতন বৃদ্ধি করতে হবে এবং ঘুষ জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। নিম্ন স্তর থেকে হাই কাঠমান্ড পর্যন্ত কোন পুলিশের বিরুদ্ধে ঘুষের অভিযোগ পাওয়া গেলে সরাসরি সাসপেন্ড করতে হবে। পরে আইনের বিচার হবে। তাহলেই বাংলাদেশ পুলিশ উন্নত বিশ্বের পুলিশের ভূমিকা পালন করবে এবং দেশের আইন শৃঙ্খলার উন্নতি হবে।
তারা বলেন. সাম্প্রতিক সাংঘর্ষিক ঘটনায় ছাত্রদের পাশাপাশি প্রাণ হারিয়েছেন কয়েকজন সাংবাদিক। আহত হয়েছেন শতাধিক সাংবাদিক ও ফটোসাংবাদিক। এখনো সাংবাদিকেরা তাঁদের পেশাগত দায়িত্ব পালনে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতসহ প্রাণহানির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তি দিতে হবে।
আপনার মতামত লিখুন :