বাংলাদেশে চলমান পরিস্থিতি সুষ্ঠু তদন্ত দাবি: অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৪, ৮:১৯ অপরাহ্ন
বাংলাদেশে চলমান পরিস্থিতি সুষ্ঠু তদন্ত দাবি: অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন

বাংলাদেশের চলমান পরিস্থিতে উদ্বেগ প্রকাশ করে প্রাণহানি ও ধ্বংসাত্মক ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন।

কোটা আন্দোলন নিয়ে সৃষ্ট চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রাণহানি ও ধ্বংসাত্মক ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছে অস্ট্রেলিয়া প্রবাসি বাংলাদেশিদের বৃহত্তম সাংবাদিক সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন।

আজ ২৪ জুলাই (বুধবার) সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এক বিবৃতিতে এ উদ্বেগ জানান। বিবৃতিতে তারা বলেন, কোটা সংস্কার নিয়ে আন্দোলনের জের ধরে টানা কয়েকদিনের সংঘাত, সহিংসতা এবং কারফিউতে ভোগান্তিতে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। সাংঘর্ষিক ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেক ছাত্র এবং কয়েকজন সাংবাদিক। আহত হয়েছেন শতাধিক সাংবাদিক ও ফটো সাংবাদিক। এখনো সাংবাদিকেরা তাঁদের পেশাগত দায়িত্ব পালনে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন।

গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতসহ প্রাণহানি, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক যে ঘটনা ঘটেছে, তার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তি দিতে হবে।ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য রাষ্ট্রসহ সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা রয়েছে। তবে নামে যেন সাধারণ নির্দোষ মানুষকে হয়রানি করা না হয়।

তারা বলেন, পাঁচ দিন ইন্টারনেট না থাকায় দেশের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেননা প্রবাসিরা। মা-বাবাসহ অনেক নিকট আত্মীয়ের মৃত্যু সংবাদ শুনতে পাননি তারা। এছাড়াও দ্রুত সংবাদ আদান-প্রদান ও তথ্য যাচাইয়ের কাজ ব্যাহত হচ্ছে। অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে গত কয়েক দিনে গুজব ও মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য আরও দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। শিগগিরই পূর্ণাঙ্গরূপে ইন্টারনেট সচল করা হোক এবং ভবিষ্যতে এমন পরিস্থিতিতে যেন না হয়।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: