গাজা পরিদর্শনে গেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু


অনলাইন ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৩, ৪:১০ অপরাহ্ন
গাজা পরিদর্শনে গেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

যুদ্ধবিরতির তৃতীয় দিনে গাজা পরিদর্শনে গেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২০০৫ সালের পর এই প্রথম গাজায় কোনো ইসরাইলি প্রধানমন্ত্রী প্রবেশ করলো।

ইসরাইলের প্রধানমন্ত্রীর দফতর নেতানিয়াহুর গাজা পরিদর্শনের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, তিনি সেনাদের উদ্দেশে বলছেন, ‘জিম্মিদের ফিরিয়ে আনতে আমরা সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা তাদের ফিরিয়ে আনব।’

তিনি আরও বলেন, ‘এ যুদ্ধে আমাদের তিনটি লক্ষ্য: হামাসকে নির্মূল করা, সব জিম্মিকে ফিরিয়ে আনা এবং গাজা ইসরাইলের জন্য আর হুমকি হয়ে দাঁড়াবে না, তা নিশ্চিত করা ।’

তিনি আরও বলেছেন, ‘আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব, বিজয়ের আগ পর্যন্ত কোনো কিছুই আমাদের থামাতে পারবে না। আমাদের আত্মবিশ্বাস আছে, আমাদের সেই শক্তি, সামর্থ্য আছে। আমাদের ইচ্ছা এবং দৃঢ়তা আছে সব লক্ষ্য অর্জনের এবং আমরা অর্জন করবও।’

নেতানিয়াহুর সদর দফতরের বিবৃতি অনুযায়ী, তিনি হামাসের একটি টানেলও পরিদর্শনে গিয়েছিলেন। এসময় তার সঙ্গে ছিলেন- চিফ অফ স্টাফ জাচি ব্রাভারম্যান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবি, সামরিক সচিব মেজর জেনারেল আভি গিল এবং ডেপুটি আইডিএফ চিফ অফ স্টাফ মেজর জেনারেল আমির বারাম।

যুদ্ধবিরতির তৃতীয় দিন রোববার (২৬ নভেম্বর) তৃতীয় দফায় ১৩ ইসরাইলি ও ৪ বিদেশি নাগরিককে মুক্তি দেয় হামাস। আর এর বিনিময়ে ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: