

গত বছরের শেষের দিকে উপসাগরে জব্দ করা ১০ লাখ রাউন্ডেরও বেশি ইরানি গোলাবারুদ ইউক্রেনে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। শিগগিরই একই কায়দায় পাওয়া আরো কিছু অস্ত্র পাঠানো হবে। সম্প্রতি এ অনুমতি দিয়েছে দেশটির বিচার বিভাগ।
একটি বাজেয়াপ্তের মামলার পর অস্ত্রগুলোর মালিকানা লাভ করেছিল যুক্তরাষ্ট্র। জব্দের কারণ হিসেবে বলা হয়েছিল, জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইয়েমেনি হুথি বাহিনীর কাছে পাচার করা হচ্ছিল।
গতকাল বুধবার (৪ অক্টোবর) মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, একটি কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে নেয়া বিচার বিভাগের বাজেয়াপ্তের পদক্ষেপ এখন অন্য একটি কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ইউক্রেনের জনগণের লড়াইকে সরাসরি সমর্থন করছে।
তিনি আরো বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসনের লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন করতে আমরা প্রতিটি আইনি কর্তৃপক্ষকে ব্যবহার করব।
বাজেয়াপ্ত অস্ত্রের মধ্যে রয়েছে নয় হাজার অ্যাসল্ট রাইফেল, ২৮৪টি মেশিনগান, প্রায় ১৯৪টি রকেট লঞ্চার ও ৭০টিরও বেশি অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্র।
একটি রাষ্ট্র পরিচয়বিহীন নৌযান থেকে গত বছরের ৯ ডিসেম্বর ১১ লাখ ৭ পয়েন্ট মিমি রাউন্ড গুলি উদ্ধার করে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সঙ্গে ছিল রকেট চালিত গ্রেনেডের হাজার হাজার প্রক্সিমিটি ফিউজ।
যুক্তরাষ্ট্রের দাবি, ইয়েমেনের গৃহযুদ্ধে হুথি মিত্রদের জন্য অস্ত্রগুলো পাঠিয়েছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। মধ্যপ্রাচ্যে গুদামজাত করা অস্ত্রগুলোকে গত মার্চে মার্কিন আদালতে বাজেয়াপ্ত দাবি করা হয়। এরপর ২০ জুলাই দেশটি মালিকানা লাভ করে।
রাশিয়ার অব্যাহত আক্রমণের মুখে সম্প্রতি ইউক্রেনের সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা মিত্ররা। এ সময়ে জব্দ অস্ত্র হস্তান্তরের ঘোষণাটি এল।
আরো পড়ুনঃ রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী




































আপনার মতামত লিখুন :